চেষ্টা ব্যর্থ! মাধ্যমিকে বসতে পারবে না শালবনীর ৬ ছাত্রী

চেষ্টা ব্যর্থ! মাধ্যমিকে বসতে পারবে না শালবনীর ৬ ছাত্রী

সোমবার থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু রেজিস্ট্রেশন না থাকার কারনে পরীক্ষায় বসতে পারবে না পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গোদাপিয়াশাল চারুবালা গার্লস হাই স্কুলের ছয় জন ছাত্রী। স্কুলের প্রধান শিক্ষিকা শেষ সময় পর্যন্ত চেষ্টা চালালেও তা ফলপ্রসূ হল না। যদিও এই ঘটনার জন্য অভিভাবকদের অভিযোগ স্কুলের দিকেই।

আরও পড়ুন:  Dilip Ghosh: “পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দেখাই করেন না”, গুরুতর অভিযোগ বিজেপি সাংসদের

জানা গিয়েছে, ছাত্রীরা নবম শ্রেণীতে পাঠরত থাকাকালীন রেজিস্ট্রেশন হয়। সেই সময়ে করোনাকালীন লকডাউন চলছিল। গোদাপিয়াশাল চারুবালা গার্লস হাই স্কুলের ছয় জন ছাত্রী কৃষ্ণা ভূঁইয়া, মৌমিতা রাউত, অষ্টমী রুইদাস, নিশা দুবে, সংগীতা ভূঁইয়া ও সোনালী সিং-রা রেজিস্ট্রেশনের সময় জানতেই পারেননি। অভিযোগ, এরপরে তারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, ক্লাস করেছে এমনকি টেস্ট পরীক্ষাও দিয়েছে, কিন্তু রেজিট্রেশন না হওয়ার বিষয়টি স্কুলের দৃষ্টিতেই পড়েনি। পরীক্ষার প্রাক্কালে অ্যাডমিট কার্ড না এলে বিষয়টি নজরে আসে। স্কুলের প্রধান শিক্ষিকা পিয়ালী সেনগুপ্ত-র বক্তব্য, ৬ মার্চ বিকেল ৩ টা অবধি পর্ষদের অফিসে থেকে অনেক চেষ্টা চালানোর পরেও পর্ষদের অনুমতি মেলেনি। যদিও ছাত্রী ও অভিভাবকরা স্কুলের গাফিলতির দিকেই নির্দেশ করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ