Medinipur : লোকসভায় সাসপেন্ড অধীর চৌধুরী, প্রতিবাদে পথে নামলো কংগ্রেস

Medinipur : লোকসভায় সাসপেন্ড অধীর চৌধুরী, প্রতিবাদে পথে নামলো কংগ্রেস

লোকসভায় কংগ্রেসের দলনেতা এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ড করার প্রতিবাদে পথে নামলো কংগ্রেস৷ অন্যদিকে নৈতিক ভাবে অধীরের সাসপেনশনের বিরোধিতা করেছে তৃণমূলও। অধীরকে সাসপেন্ড করার প্রতিবাদে শনিবার সকাল ১০টা নাগাদ মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির ডাকে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় অবিলম্বে অধীর চৌধুরীর সাসপেনশন প্রত্যাহারের দাবি করা হয়।

আরও পড়ুন:  Medinipur : শহরবাসীর জন্য সুখবর, তাঁতিগেড়িয়া রেল ক্রসিংয়ে আন্ডারপাসের ঘোষণা দিলীপের

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘নীরব’ মোদী ও অন্ধ রাজার সঙ্গে তুলনা করায় লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছিল। এছাড়াও লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে এবারের বাদল অধিবেশনে একাধিক বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। রাজ্যসভায় আম আদমি পার্টির দলনেতা সঞ্জয় সিংহ ও লোকসভায় আপের সাংসদ সুশীল কুমার রিঙ্কুকে আগেই সাসপেন্ড করা হয়েছিল। শুক্রবার অধিবেশনের শেষ দিনে রাজ্যসভায় আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডাকে সাসপেন্ড করা হয়েছে। প্রতিবাদ শুরু হয়েছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের তরফে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ