Jadavpur : স্বপ্নদীপের মৃত্যুতে যুক্ত নয় ছেলে, দাবি ধৃত সৌরভের পরিবারের

Jadavpur : স্বপ্নদীপের মৃত্যুতে যুক্ত নয় ছেলে, দাবি ধৃত সৌরভের পরিবারের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা স্নাতক বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়েছেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার চন্দ্রকোনা থানার খারুসা এলাকার বাসিন্দা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগের প্রাক্তনী সৌরভ চৌধুরী। মেদিনীপুর কলেজিয়েট স্কুল এবং মেদিনীপুর কলেজের প্রাক্তনী সৌরভের বাবা-মা ও পরিজনেদের দাবি, সৌরভকে ফাঁসানো হচ্ছে। সে কোনও ভাবেই এই ধরনের কাজে যুক্ত নয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত স্বপ্নদীপের বাবার করা এফআইআর-এ সৌরভ চৌধুরীর নাম রয়েছে। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের সময় সৌরভ চৌধুরীর বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। তাই প্রথমে তাকে আটক ও পরে গ্রেপ্তার করা হয়। স্বপ্নদীপের বাবার দাবি, বিশ্ববিদ্যালয়ের কাছেই এক চায়ের দোকানে সৌরভের সঙ্গে তাঁদের আলাপ হয়৷ তিনিই গেস্ট হিসাবে হোস্টেলে স্বপ্নদীপের থাকার ব্যবস্থা করেছিলেন। জানা গিয়েছে, সৌরভ চৌধুরী যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে অঙ্ক নিয়ে ২০২২ সালে স্নাতকোত্তর পাশ করেন। কিন্তু তার পরেও তিনি হোস্টেলে থাকতেন।

আরও পড়ুন:  Birendra Setu : সোমবার সকালেই খুলে যাচ্ছে বীরেন্দ্র সেতু, নির্ধারিত সময়ের আগেই লোড টেস্টিং শেষের ইঙ্গিত

যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের নিয়ম, কোনও পড়ুয়া অপর পড়ুয়ার গেস্ট হিসেবে হস্টেলে থাকতে পারে। কিন্তু পুলিশ সূত্রে দাবি, এই সৌরভ চৌধুরী পাস করে যাওয়ার পরও নিজেই নিজের গেস্ট হিসেবে হস্টেলে থাকতেন। তাঁর গ্রেপ্তারির খবর পেয়ে বাবা নিরুপ চৌধুরী ও মা প্রণতি চৌধুরী কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সৌরভের জেঠু আশীষ চৌধুরী ও জেঠিমা বন্দনা চৌধুরী জানিয়েছেন, “ঘটনাটি আমরা শুনেছি। স্বপ্নদীপের বাবা মায়ের কান্না দেখে আমাদেরও খারাপ লাগছে। কিন্তু আমাদের ছেলে খুব মেধাবী। সৌরভ করোনার সময় অনেক মানুষকে সাহায্য করেছে। সৌরভ তিন বছর যাদবপুরে ভালো পড়াশোনা করেছে। সেই কারণে ইউনিভার্সিটির সিনিয়ররা সৌরভকে ছাড়তে চায়নি।” তাঁদের বক্তব্য, আর্থিক সঙ্গতি না থাকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থেকেই সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন সৌরভ। সৌরভকে ফাঁসানো হচ্ছে এই দাবি করে ঘটনার প্রকৃত তদন্তের আর্জি জানিয়েছেন সৌরভের পরিজনেরা।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ