Medinipur : শহরবাসীর জন্য সুখবর, তাঁতিগেড়িয়া রেল ক্রসিংয়ে আন্ডারপাসের ঘোষণা দিলীপের

Medinipur : শহরবাসীর জন্য সুখবর, তাঁতিগেড়িয়া রেল ক্রসিংয়ে আন্ডারপাসের ঘোষণা দিলীপের

মেদিনীপুরের অদূরে তাঁতিগেড়িয়াতে লেভেল ক্রসিংয়ে আন্ডারপাস বা ওভারব্রিজের দাবি দীর্ঘদিনের। সেই দীর্ঘদিনের দাবি মেনে এপ্রিল মাসে খড়গপুরের ডিআরএম জানিয়েছিলেন, আন্ডারপাস তৈরির বিষয়টি চিন্তাভাবনার স্তরে রয়েছে৷ অবশেষে তা বাস্তবায়িত হতে চলেছে বলে ঘোষণা করলেন সাংসদ দিলীপ ঘোষ।

তাঁতিগেড়িয়া রেল ক্রসিংয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন সাধারণ মানুষজন। ব্যস্ত এই ক্রসিংয়ে গেট বন্ধ হলেই লম্বা লাইন। বিষেষত রোগীরা আরও সমস্যায় পড়েন। সমাধান হিসাবে আন্ডারপাস বা ওভারব্রিজের দাবি উঠেছে বারবার। কিন্তু বিভিন্ন কারণে তা বাস্তবায়িত হয়নি। সেই কারণে রেলের তরফে তাঁতিগেড়িয়াতে সাধারণের যাতায়াতের জন্য আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চলতি বছরের এপ্রিল মাসে জানিয়েছিলেন ডিআরএম খড়গপুর। মেদিনীপুর স্টেশনে লিফটের উদ্বোধনে এসে এই কথা জানিয়েছিলেন তিনি। সেই সঙ্গে বিষয়টি এখনও আলোচনাস্তরে আছে বলে জানিয়েছিলেন ঐ রেল আধিকারিক। কিন্তু এবার বাস্তবে তা হতে চলেছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন:  Birendra Setu : বীরেন্দ্র সেতুতে চলছে লোড টেস্টিং,খতিয়ে দেখতে হাজির বিধায়ক দীনেন রায়

তিনি জানিয়েছেন, ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে মেদিনীপুর স্টেশন৷ বিশ্বমানের স্টেশনে পরিবর্তিত করা হবে রাজ্যের অন্যতম ব্যস্ত এই স্টেশনটিকে। সেই প্রকল্পেই তাঁতিগেড়িয়া ক্রসিংয়ে তৈরি হবে আন্ডারপাস৷ সে জন্য রেলের তরফে সার্ভে হয়েছে এবং শীঘ্রই কাজ শুরু হবে বলে জানিয়েছেন বিজেপি সাংসদ।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ