BRAKING NEWS

Medinipur : শালবনীর যুবক জিতলেন কলকাতা পুলিশের হাফ ম্যারাথন

কলকাতা পুলিশের উদ্যোগে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির মাধ্যমে আয়োজিত হাফ ম্যারাথন প্রতিযোগিতায় ১৮ থেকে ৩০ বছর বয়সী বিভাগে প্রথম হলেন পশ্চিম মেদিনীপুরের শালবনীর যুবক অনুপম মাহাতো। তাঁর সাফল্যে আপ্লুত জেলার ক্রীড়ামহল।

গত ১২ ফেব্রুয়ারি কলকাতা পুলিশের উদ্যোগে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির মাধ্যমে ২১ কিমি দূরত্বের হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। তাতে অংশ নেন পশ্চিম মেদিনীপুরের শালবনীর লালেরডিহির বাসিন্দা ২১ বছর বয়সী যুবক অনুপম মাহাতো। ওপেন ম্যারাথন বিভাগে সমস্ত প্রতিযোগীর মধ্যে চতুর্থ হন তিনি। ১ ঘন্টা ১০ মিনিট ৪৯ সেকেন্ড সময়ে ২১ কিমি দূরত্ব অতিক্রম করেন অনুপম। ১ ঘন্টা ৬ মিনিট ৩০ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে প্রথম হন মোহন সাইনি। দ্বিতীয় উত্তম চাঁদ এবং তৃতীয় সন্তোষ যাদব।

Medinipur : আন্তর্জাতিক নারী সপ্তাহ উদযাপন, উদ্যোগে মহিলা কমিশন ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ

এরপর বয়স ভিত্তিক ভাবে ফলাফল প্রকাশিত হয় বুধবার। ১৮ বছর থেকে ৩০ বছর বয়সী বিভাগে প্রথম হয়েছেন শালবনীর অনুপম। অংশগ্রহণ করা রাজ্যের প্রতিযোগীদের মধ্যেও তিনিই প্রথম। খুব শীঘ্রই অনুপমকে ২৫ হাজার টাকা পুরস্কার মূল্য ও শংসাপত্র সহ সম্মানিত করা হবে।

Medinipur DA Strike : জেলা পরিষদে স্বাভাবিক কাজকর্ম, বিশেষ প্রভাব নেই ধর্মঘটের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *