BRAKING NEWS

Elephant : অবশেষে ধরা পড়ল তাণ্ডব চালানো হাতি

Elephant : অবশেষে ধরা পড়ল তাণ্ডব চালানো হাতি, GNE BANGLA

অবশেষে স্বস্তি। বন দফতরের হাতে ধরা পড়লো আরামবাগ শহর ও কালিপুর জুড়ে তাণ্ডব দাঁতাল হাতিটি। ঘুম পাড়ানি ওষুধ দিয়ে কাবু করে অন্যত্র নিয়ে যাওয়া হল তাকে। চলছে হাতিটিকে চিকিৎসার পর জঙ্গলে ছাড়ার প্রক্রিয়া।

শনিবার আরামবাগের কালিপুরের চাষের ক্ষেতে দেখা মেলে একটি দাঁতালের। দলছুট হয়ে পশ্চিম মেদিনীপুর থেকে নদী পেরিয়ে সেটি হুগলিতে এসেছিল বলে অনুমান। শনিবার বিকেল জুড়ে আরামবাগ শহরে চলে হাতির তাণ্ডব। হাতির আক্রমণে ভাঙে একের পর এক বাইক, গাড়ি। পথচলতি মানুষ পড়েন হাতির তাড়ার মুখে। হাতির আক্রমণে আহত দুই ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আরামবাগে টহল দিচ্ছিলেন পুলিশ ও বন দফতরের কর্মীরা। ছিল হুলা পার্টি।

Elephant Attack : আরামবাগে হাতির তাণ্ডব, গুরুতর আহত এক ব্যক্তি

তারই মধ্যে শনিবার রাত থেকে দাঁতালটির খোঁজ মিলছিল না৷ রবিবার সকালে জানা যায় হাতিটি গোঘাট হয়ে বেঙ্গাই অঞ্চলে চলে গিয়েছিল। ভোর বেলা বলচন্দ্রপুর এলাকায় হাতিটির খোঁজ মেলার পরেই বন দফতরের কর্মীরা গিয়ে ঘুমপাড়ানি গুলি চালিয়ে হাতিটিকে কাবু করেন ও সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অনুমান করা হচ্ছে, হাতিটিকে উত্তরবঙ্গে পাঠানো হতে পারে।

Elephant Attack : আরামবাগে হাতির তাণ্ডব, গুরুতর আহত এক ব্যক্তি