Elephant Attack : আরামবাগে হাতির তাণ্ডব, গুরুতর আহত এক ব্যক্তি

Elephant Attack : আরামবাগে হাতির তাণ্ডব, গুরুতর আহত এক ব্যক্তি

জঙ্গলমহল ছাড়িয়ে এবার আরামবাগের লোকালয়ে হাতির হানা। শনিবার বিকেলে আরামবাগ শহরে দাপিয়ে বেড়ালো দাঁতাল। হাতি দেখতে গিয়ে আরামবাগের কালিপুরে হাতির আক্রমণে আহত হলেন এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তিনি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এতদিন পর্যন্ত জঙ্গলমহলের জেলাগুলিতে ছিল হাতির আক্রমণ, ফসল নষ্ট হওয়ার ঘটনা। বারবার ঘটেছে হাতির আক্রমণে বাড়ি ধ্বংস ও মৃত্যুর ঘটনা। এবার জঙ্গল অতিক্রম করে হুগলি জেলায় লোকালয়ে হাতির হানা। শনিবার বিকেলে আরামবাগে হাতির তাণ্ডব। হাতির আক্রমণে ভাঙল একের পর এক বাইক, গাড়ি। পথচলতি মানুষ পড়লেন হাতির তাড়ার মুখে। শনিবার আরামবাগের কালিপুরের চাষের ক্ষেতে দেখা মেলে একটি দাঁতালের। স্থানীয় কৃষকেরা সকালে ক্ষেতে চাষের কাজ করতে গিয়ে হাতিটির দেখা পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও বন দফতরকে। এবার সেই হাতি দেখতে গিয়েই হাতির আক্রমণের মুখে পড়লেন এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তিনি আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দা ও বন দফতরের অনুমান, খাবারের খোঁজে দাঁতালটি পশ্চিম মেদিনীপুর থেকে নদী পেড়িয়ে গোঘাট হয়ে আরামবাগের কালিপুরে ঢুকে পড়েছে। হাতির হানায় ইতিমধ্যেই নষ্ট হয়েছে একাধিক জমির ফসল। তারপর শনিবার বিকেলে তাণ্ডব চালিয়েছে শহরাঞ্চলের রাস্তায়। বন দফতরের কর্মীরা মাইকে প্রচার চালাচ্ছেন এবং অতিউৎসাহীদের নিষেধ করছেন হাতির কাছাকাছি যেতে। এলাকায় রয়েছেন পুলিশ কর্মী, বন দফতরের কর্মীরা ও হুলা পার্টির সদস্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ