বিস্ফোরক বিজেপি-র দুধকুমার, অনুগামীদের ‘বসে যাওয়ার’ বার্তা

রাজ্য বিজেপিতে পুনরায় দলীয় মতানৈক্য স্পষ্ট। এবার সরাসরি সমাজমাধ্যমে বার্তা দিলেন বিজেপির দীর্ঘদিনের নেতা রাজ্য কর্মসমিতির সদস্য দুধকুমার মণ্ডল। ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং কার্যকর্তাগণ যাঁরা তাঁকে ভালোবাসেন তাঁদের নিষ্ক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন বীরভূমের বিজেপি নেতা।

রাজ্যে বিধানসভা ভোটের পর থেকেই রাজ্য বিজেপির অন্দরে ক্ষোভ স্পষ্ট হয়েছে, স্পষ্ট হয়েছে আদি-নব্য দ্বন্দ্ব। বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে অনেকেই দলত্যাগ করে বিজেপি যোগ দেন। ভোটে আশানুরূপ ফল হয়নি বিজেপির। তারপরেই ভাঙন স্পষ্ট হয়। অনেকেই বিজেপি ছেড়ে পুনরায় তৃণমূলে প্রত্যাবর্তন করেন। সেই সময় থেকেই বিজেপির আদি কর্মী নেতা সমর্থকরা ক্ষোভ দেখাতে শুরু করেন, বিজেপিতে সদ্য আগতদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে দুর্বল হচ্ছে দল। সরাসরি সেই দিকে ইঙ্গিত না করলেও রাজ্য নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিজেপির দীর্ঘ দিনের নেতা দুধকুমার। তিনি লিখেছেন, “জেলা থেকে ব্লক কমিটি আমার সঙ্গে আলোচনা না করে কমিটি গঠন করেছে। তাই ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং কার্যকর্তাগণ আমাকে যাঁরা ভালবাসেন তাঁরা চুপচাপ বসে যান।”

আরও পড়ুন:  Medinipur: বিজেপি যুব মোর্চার কোতোয়ালী থানা ঘেরাও কর্মসূচি, অখিল গিরির গ্রেপ্তারির দাবি

বর্তমানে রাজ্যে বিজেপি প্রধান বিরোধী দল। কিন্তু এক সময় রাজ্যে বিজেপির প্রায় কোন সংগঠনই ছিল না। সেই সময় থেকেই বিজেপির অন্যতম নেতা দুধকুমার মন্ডল। ১৯৮৮ সালে প্রথম বার বীরভূমের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য হন। ২০১৮ সালেও তিনি পঞ্চায়েতে জিতেছেন। দুইবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি। কিন্তু দলের প্রতি দীর্ঘদিন ধরে দায়বদ্ধ হিসেবে পরিচিত এহেন নেতার প্রকাশ্য বিদ্রোহে স্বভাবতই অস্বস্তিতে বিজেপির রাজ্য নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ