কয়লাখনি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে বীরভূমের ডেউচা-পাঁচামিতে। কিন্তু সেখানে ক্রমশ তীব্র হচ্ছে খনির বিরোধিতায় আন্দোলন। শনিবার মহিলারা কয়লাখনির বিরোধিতায় এলাকায় ধিক্কার মিছিল করলেন।
ডেউচা-পাঁচামি আদিবাসী জনজাতি ভূমিরক্ষা কমিটির তরফে মহিলারা শনিবার মহম্মদবাজার থানার হরিণসিঙ্গা এলাকায় লাঠিসোঁটা, কাটারি নিয়ে বিক্ষোভ মিছিল করেন। অভিযোগ, বৃহস্পতিবার ডেউচা-পাঁচামি এলাকার দেওয়ানগঞ্জে তৃণমূলের মিছিলে এলাকার আদিবাসী মহিলাদের উপর বিনা প্ররোচনায় হামলা করেছে শাসকদলের দুষ্কৃতী এবং পুলিশ। তারই প্রতিবাদে এই দিনের বিক্ষোভ মিছিল যা হরিণসিঙ্গা গ্রাম প্রদক্ষিণ করে।
- Advertisement -
অন্যদিকে শনিবার এলাকায় বীরভূম জেলা প্রশাসনের তরফে চাকরির ফর্ম বিলির কর্মসূচি ছিল। কিন্তু বিক্ষোভ মিছিলের কারনে কর্মসূচি ভেস্তে যায়।