কয়লাখনির বিরোধিতায় ডেউচা-পাঁচামিতে মহিলাদের মিছিল, হল না চাকরির ফর্ম বিলি

কয়লাখনির বিরোধিতায় ডেউচা-পাঁচামিতে মহিলাদের মিছিল, হল না চাকরির ফর্ম বিলি

কয়লাখনি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে বীরভূমের ডেউচা-পাঁচামিতে। কিন্তু সেখানে ক্রমশ তীব্র হচ্ছে খনির বিরোধিতায় আন্দোলন। শনিবার মহিলারা কয়লাখনির বিরোধিতায় এলাকায় ধিক্কার মিছিল করলেন।

ডেউচা-পাঁচামি আদিবাসী জনজাতি ভূমিরক্ষা কমিটির তরফে মহিলারা শনিবার মহম্মদবাজার থানার হরিণসিঙ্গা এলাকায় লাঠিসোঁটা, কাটারি নিয়ে বিক্ষোভ মিছিল করেন। অভিযোগ, বৃহস্পতিবার ডেউচা-পাঁচামি এলাকার দেওয়ানগঞ্জে তৃণমূলের মিছিলে এলাকার আদিবাসী মহিলাদের উপর বিনা প্ররোচনায় হামলা করেছে শাসকদলের দুষ্কৃতী এবং পুলিশ। তারই প্রতিবাদে এই দিনের বিক্ষোভ মিছিল যা হরিণসিঙ্গা গ্রাম প্রদক্ষিণ করে।

অন্যদিকে শনিবার এলাকায় বীরভূম জেলা প্রশাসনের তরফে চাকরির ফর্ম বিলির কর্মসূচি ছিল। কিন্তু বিক্ষোভ মিছিলের কারনে কর্মসূচি ভেস্তে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ