ধান জমিতে বোমা! কলাইকুন্ডার শিক্ষানবীস পাইলটের টার্গেট মিস

img 20240213 wa0000

মারাত্মক দুর্ঘটনা ঘটতেই পারতো।কলাইকুন্ডার শিক্ষানবীস পাইলট টার্গেট মিস করে ধান জমিতে বোমা ফেললো। ভেঙে গেছে স্যালোর ঘর,ছিঁড়ে গেছে হাইভোল্টজ তার।ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চামটিগেড়িয়া গ্রামের জমিতে।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

পাশেই শংকরবনির জঙ্গলে আছে বোম্বিং এরিয়া।এখানেই কলাইকুন্ডার পাইলটদের বোম্বিং এর শিক্ষা দেওয়া হয়,আবার নিয়মিত বোম ফেলার প্র্যাক্টিস চালায় বোমারু বিমানের পাইলটেরা। পার্শ্ববর্তী গ্রামের মানুষজন,তাদের গবাদি পশু সহ অন্যান্য প্রানীরা এমনিতেই তটস্থ থাকে। তারপর এরকম মারাত্মক ভুল হলে পাশাপাশি গ্রামের মানুষদের জীবনহানির প্রবল আশঙ্কা।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ