Jhargram : ঝাড়গ্রামের মেয়ের আন্তর্জাতিক স্বীকৃতি, তুলির টানে স্বপ্ন আঁকছে জঙ্গলমহলের ‘তুলি’

Jhargram : ঝাড়গ্রামের মেয়ের আন্তর্জাতিক স্বীকৃতি, তুলির টানে স্বপ্ন আঁকছে জঙ্গলমহলের 'তুলি'

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

তুলির টানে স্বপ্ন আঁকছে জঙ্গলমহলের(Jangalmahal) ‘তুলি’! ঝাড়গ্রাম(Jhargram) জেলার সাঁকরাইল(Sankrail) ব্লকের রোহিনীর বাসিন্দা তুলি দাসের(Tuli Das) অঙ্কন প্রতিভা এবার পেল আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলাদেশে আয়োজিত আন্তর্জাতিক ছবিমেলায় বিশেষ সন্মান জানানো হল তাঁকে।

ছোটবেলা থেকেই রংতুলির প্রতি আকর্ষণ এই ঝাড়গ্রামের কন্যার। তা বুঝে মেয়ের স্বপ্নের লালনে বাধা দেননি বাবা উত্তম দাস। তিনি গোপীবল্লভপুরে বিদ্যুৎ দফতরের এলটি ভ্যানে প্রশিক্ষিত চুক্তিভিত্তিক কর্মী। সামান্য মাইনেতেও মেয়ের স্বপ্নের সাথী হয়েছেন তিনি। নিজের ছবি আঁকার প্রতিভার জেরে এর আগে অনেক পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন তুলি। এবার মিলল আন্তর্জাতিক স্বীকৃতি। সম্প্রতি অল বেঙ্গল সোসাইটি ও বিজয়-৭১-এর যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশ আন্তর্জাতিক ছবিমেলায় তুলিকে বিশেষ সম্মান জানানো হয়। পশ্চিমবঙ্গ থেকে আয়োজকদের তরফে তাঁকে ছবি মেলায় আমন্ত্রণ জানানো হয়েছিল। অঙ্কনের মাধ্যমেই নিজেকে পরবর্তীতে আরও প্রতিষ্ঠিত করতে চান জঙ্গলমহলের ভূমি কন্যা।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ