Medinipur : ক্যান্সার রোগীদের চুল দান নবম শ্রেণীর ছাত্রীর

img 20240106 wa0010

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুর শহরের বাসিন্দা খড়গপুরের সেন্ট এ্যাগনেস স্কুলের নবম শ্রেণির ছাত্রী অর্চিস্মিতা কালী। ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এসে মুম্বাই-এর স্বেচ্ছাসেবী সংগঠন “মদত” ট্রাস্টের মাধ্যমে ক্যান্সার রোগীদের চুল দান করেছে স্কুল পড়ুয়া মেয়েটি।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

ক্যানসার আক্রান্ত রোগীদের কেমোথেরাপির সময় মাথার চুল উঠে যায়। তাঁদের পরচুলার জন্য চুলের প্রয়োজন হয়। অর্চিস্মিতা নিজের মাথার বারো ইঞ্চি লম্বা চুল কেটে বিনুনি করা অবস্থায় পাঠিয়েছে মদত ট্রাস্টে। অর্চিস্মিতা জানিয়েছে, সে ক্যানসার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে পেরে গর্বিত। আগামী দিনেও সে এভাবেই নিজের সাধ্যমত মানুষের পাশে দাঁড়াতে চায়। পাশাপাশি সে অন্যদেরও একাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ