Jhargram : ঝাড়গ্রামের জন্য সুখবর, থামবে নীলাচল এক্সপ্রেস

img 20240106 wa0007

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

আনন্দ বিহার টার্মিনাল-পুরী নীলাচল এক্সপ্রেস স্টপেজ দেওয়া শুরু করলো ঝাড়গ্রাম স্টেশনে। দক্ষিণ-পূর্ব রেলের পূর্ব সূচনা অনুযায়ী শুক্রবার পুরী-আনন্দ বিহার নীলাচল এক্সপ্রেস সন্ধ্যা ০৫:৫৬ মিনিটে স্টপেজ দিয়ে ঝাড়গ্রাম স্টেশন থেকে ছাড়ে। ফ্ল্যাগ অফ করেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম। এছাড়াও উপস্থিত ছিলেন খড়গপুরের এডিআরএম গিরিশ কুমার, সিনিয়র ডিসিএম ওম প্রকাশ চরণ।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

দক্ষিণ-পূর্ব রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এরপর থেকে নিয়মিত ১২৮৭৬ আনন্দ বিহার টার্মিনাল-পুরী এক্সপ্রেস এবং ১২৮৭৫ পুরী-আনন্দ বিহার নীলাচল এক্সপ্রেস নির্ধারিত সময়ে ঝাড়গ্রাম স্টেশনে থামবে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ