অর্পণ ভট্টাচার্য ও শুভব্রত রানা: বৃহস্পতিবার সকালে পুরভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ২৭ ফেব্রুয়ারি মেদিনীপুর পুরসভা সহ ১০৮ টি পৌরসভার ভোটগ্রহণ। বৃহস্পতিবারেই মেদিনীপুর পৌরসভায় নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।
মেদিনীপুর সদরের তৃণমূল প্রার্থীরা হলেন-
- Advertisement -
- ১ নং ওয়ার্ডে অনিমা সাহা
- ২ নং ওয়ার্ডে মিতালি ব্যানার্জি
- ৩ নং ওয়ার্ডে প্রতাপ মুর্মু
- ৪ নং ওয়ার্ডে টুম্পা বিশ্বাস
- ৫ নং ওয়ার্ডে মৌ রায়
- ৬ নং ওয়ার্ডে ডাঃ গোলক মাঝি
- ৭ নং ওয়ার্ডে সীমা ভকত
- ৮ নং ওয়ার্ডে শিপ্রা মন্ডল
- ৯ নং ওয়ার্ডে সৌরভ বাসু
- ১০ নং ওয়ার্ডে মলি মহাপাত্র
- ১১ নং ওয়ার্ডে কুমারদীপ খাঁ
- ১২ নং ওয়ার্ডে তোতন সাসপল্লী
- ১৩ নং ওয়ার্ডে ডাঃ ইরশাদ আলী
- ১৪ নং ওয়ার্ডে অর্পিতা রায় নায়েক
- ১৫ নং ওয়ার্ডে হিমাদ্রি খাঁ
- ১৬ নং ওয়ার্ডে ডাঃ বিবেকানন্দ চক্রবর্তী
- ১৭ নং ওয়ার্ডে ইরা ঘোষ
- ১৮ নং ওয়ার্ডে সৌমেন খাঁ
- ১৯ নং ওয়ার্ডে বিশ্বনাথ পান্ডব
- ২০ নং ওয়ার্ডে প্রতিমা দে
- ২১ নং ওয়ার্ডে আশীষ চক্রবর্তী
- ২২ নং ওয়ার্ডে রাধারানী বেরা
- ২৩ নং ওয়ার্ডে ডাঃ সুজাতা গোস্বামী
- ২৪ নং ওয়ার্ডে অভিজিৎ দত্ত
- ২৫ নং ওয়ার্ডে চন্দ্রশেখর তিওয়ারি