Daspur: যমজ কন্যা সন্তানের জন্ম দেওয়ায় বিতাড়িত, কন্যাদের নিয়ে ধর্ণায় গৃহবধূ

Daspur: যমজ কন্যা সন্তানের জন্ম দেওয়ায় বিতাড়িত, কন্যাদের নিয়ে ধর্ণায় গৃহবধূ

দাসপুরের (Daspur) গৃহবধূর অপরাধ তিনি যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। যমজ কন্যা সন্তানের জন্ম দেওয়ায় শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হলেন তিনি। এখন অধিকার ফিরে পেতে কন্যা সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ির দরজার সামনে ধর্নায় বসেছেন ঐ গৃহবধূ। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) দাসপুর (Daspur) থানার বেলিয়াঘাটা গ্রামে।

কয়েকদিন পরেই মহালয়া। পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। কিন্তু এই ২০২২ সালে এসে এখনও কন্যাসন্তানের জন্ম দেওয়ার অপরাধে নির্যাতনের শিকার হতে হয় মাকে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার বেলিয়াঘাটা গ্রামের বাসিন্দা মৌমিতা ঘোড়ইয়ের সঙ্গে তেমনই ঘটনা ঘটেছে। বছর কয়েক আগে, মৌমিতা ও বিদ্যুৎ ঘোড়ইয়ের যমজ কন্যা সন্তান হয়। মৌমিতা অভিযোগ, কন্যা সন্তানের জন্মের পর থেকেই শ্বশুর বাড়িতে তার উপর নির্যাতন হতে থাকে। এরপর মৌমিতাকে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তার আরও অভিযোগ, বেশ কয়েকবার তিনি শ্বশুরবাড়িতে এসে থাকার চেষ্টা করলেও তাকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। অবশেষে বুধবার শ্বশুরবাড়ির সামনে অধিকারের দাবিতে কন্যাদের নিয়ে ধর্নায় বসেন গৃহবধূ। পুলিশ ও প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ