Kurmi-Train Cancel: আন্দোলনে অনড়! কুড়মিদের অবরোধ গড়াল দ্বিতীয় দিনে, বাতিল বহু ট্রেন

Kurmi-Train Cancel: আন্দোলনে অনড়! কুড়মিদের অবরোধ গড়াল দ্বিতীয় দিনে, বাতিল বহু ট্রেন

আন্দোলনে অনড় কুড়মিদের (Kurmi) রেল অবরোধ গড়াল দ্বিতীয় দিনে। অবরোধের কারণে দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railways) তরফে বাতিল করা হয়েছে বহু ট্রেন (Train Cancel)। মঙ্গলবার থেকে কুড়মি জাতিকে (Kurmi) তফসিলি জনজাতি সম্প্রদায়ে অন্তর্ভুক্তি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলির অন্তর্ভুক্তি প্রভৃতি একাধিক দাবি নিয়ে রেল ও সড়ক অবরোধ নেমেছেন কুড়মিরা (Kurmi)। ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ জঙ্গলমহলের একাধিক জায়গায় রেল অবরোধের ফলে মঙ্গলবারের পর বুধবারও বহু ট্রেন বাতিল (Train Cancel) ঘোষণা করা হয়েছে।

বুধবার ২১.০৯.২০২২ তারিখ বাতিল ট্রেনগুলি-
০৩৫৯৫/০৩৫৯৬ বোকারো স্টিল সিটি-আসানসোল-বোকারো স্টিল সিটি মেমু প্যাসেঞ্জার স্পেশাল
১৮১১৬/১৮১১৫ চক্রধরপুর-গোমো-চক্রধরপুর মেমু এক্সপ্রেস
১৮১৮৩/১৮১৮৪ টাটানগর-দানাপুর-টাটানগর এক্সপ্রেস
০৮১৭৪ টাটানগর-আসানসোল মেমু প্যাসেঞ্জার স্পেশাল
১৩৩০১/১৩৩০২ ধানবাদ-টাটানগর-ধানবাদ এক্সপ্রেস
০৮৬৯৭ ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু স্পেশাল
১৮০১৯ ঝাড়গ্রাম-ধানবাদ মেমু এক্সপ্রেস
১২০২১ হাওড়া-বারবিল জনশতাব্দি এক্সপ্রেস
১২৮৭১ হাওড়া-টিটলাগড় এক্সপ্রেস
০৮১৬২/০৮১৬০ চক্রধরপুর-টাটানগর-খড়গপুর প্যাসেঞ্জার স্পেশাল
১৮১১৬ চক্রধরপুর-গোমো এক্সপ্রেস
০৮০৬০ টাটানগর-খড়গপুর প্যাসেঞ্জার স্পেশাল
০৮০৪৯ খড়গপুর-ঝাড়গ্রাম মেমু স্পেশাল
০৮০১৫ খড়গপুর-ঝাড়গ্রাম মেমু স্পেশাল
০৮০৫৫ খড়গপুর-টাটানগর মেমু স্পেশাল
১৮০১৯ ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস
০৮৬৪১/০৮৬৪২ আদ্রা-বরকাকনা-আদ্রা মেমু প্যাসেঞ্জার
০৩৫৯৮/০৩৫৯৭ আসানসোল-রাঁচি-আসানসোল মেমু প্যাসেঞ্জার স্পেশাল
১২৮১৪/১২৮১৩ টাটানগর-হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস
২২৮৯২ রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস

আরও পড়ুন:  Jhargram: “তৃণমূলের ডিএনএ-তে গন্ডগোল, ডিএনএ অসম্মানের”, আক্রমণ সুকান্ত মজুমদারের

শর্ট টার্মিনেশন ও শর্ট অরিজিনেশন ২১.০৯.২০২২ তারিখ-
১২৮২৮ পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস পুরুলিয়ার পরিবর্তে আদ্রা থেকে ছাড়বে
০৮১৭৩ আসানসোল-টাটানগর মেমু স্পেশাল আদ্রা পর্যন্ত চলাচল করবে
১৮০৮৫/১৮০৮৬ খড়গপুর-রাঁচি-খড়গপুর মেমু এক্সপ্রেস আদ্রা থেকে ছাড়বে/আদ্রা পর্যন্ত আসবে
০৮০৬৯ সাঁতরাগাছি-ঝাড়গ্রাম স্পেশাল খড়গপুর পর্যন্ত আসবে/খড়গপুর থেকে ছাড়বে
১৮০০৬ জগদ্দলপুর-হাওড়া এক্সপ্রেস ২০.০৯.২০২২ তারিখে যাত্রা করা ট্রেনটি টাটানগর পর্যন্ত চলবে
১৮৬১৬ হাতিয়া-হাওড়া এক্সপ্রেস ২০.০৯.২০২২ তারিখে যাত্রা করা ট্রেনটি রাঁচি ডিভিশন পর্যন্ত চলবে

আরও পড়ুন:  Jhargram: ‘বিজেপি-র নেতা গ্রেপ্তার নয় কেন’, প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

পরিবর্তিত রুট দিয়ে যাবে-
১২৮২০ আনন্দ বিহার-ভুবনেশ্বর এক্সপ্রেস (২০.০৯.২০২২ তারিখে যাত্রা শুরু করা ট্রেনটি)
১২৮০১ পুরী-নিউ দিল্লি এক্সপ্রেস (২০.০৯.২০২২ তারিখে যাত্রা শুরু করা ট্রেনটি)
২৮১৮২ কাটিহার-টাটানগর এক্সপ্রেস (২০.০৯.২০২২ তারিখে যাত্রা শুরু করা ট্রেনটি)
১৩২৮৮ রাজেন্দ্রনগর-দুর্গ এক্সপ্রেস (২০.০৯.২০২২ তারিখে যাত্রা শুরু করা ট্রেনটি)
১২৮০৯ সিএসএমটি (মুম্বাই)-হাওড়া মেল (১৯.০৯.২০২২ তারিখে যাত্রা শুরু করা ট্রেনটি)
২০৮২১ পুনে-সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস (১৯.০৯.২০২২ তারিখে যাত্রা শুরু করা ট্রেনটি)

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ