Ghatal News: চরমে কাটমানি! হাত দিলেই উঠে যাচ্ছে পথশ্রীর পিচ

Ghatal News: চরমে কাটমানি! হাত দিলেই উঠে যাচ্ছে পথশ্রীর পিচ

ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার পাইরাশি এলাকায়। দাসপুর থানার পায়রাশি থেকে চাঁইপাট ভায়া বৈঠাবাড়ি হয়ে সাড়ে ৪ কিলোমিটার রাস্তাটি পথশ্রী প্রকল্পে পিচ রাস্তায় রূপায়ন হচ্ছে, যার ব্যায় ২ কোটি ২২ লক্ষ ২৯ হাজার ৫০১ টাকা (২,২২,২৯,৫০১) টাকা।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

রূপায়ণে বেনিয়মের অভিযোগ, রাস্তার কাজ প্রায় সমাপ্ত বললেই চলে, হঠাৎ সেই রাস্তা পরিদর্শনে যান পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা দাসপুর দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিত্র সিংহ রায় ও দাসপুর ২ পঞ্চায়েত সমিতির সহ- সভাপতি অলোক রঞ্জন ভুক্তা। পরিদর্শনে গিয়ে চক্ষু চড়ক গাছ জেলা পরিষদের সদস্য ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

হাতে করে উঠে যাচ্ছে পথশ্রী প্রকল্পে তৈরি পিচ রাস্তাটি, এ দেখেই ঠিকাদারি সংস্থাকে কড়া ধমক দিলেন জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায়।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ