Bishnupur: গরুর গাড়িতে বালি পরিবহনের দাবি গাড়োয়ানদের, এসডিও’র কাছে ডেপুটেশন সিটু-র

Bishnupur: গরুর গাড়িতে বালি পরিবহনের দাবি গাড়োয়ানদের, এসডিও'র কাছে ডেপুটেশন সিটু-র

নদী থেকে উত্তোলিত বালি গরুর গাড়িতে বহনের অনুমতি দাবি করে গাড়োয়ানদের তরফে বিষ্ণুপুর (Bishnupu) এসডিও’র কাছে ডেপুটেশন দিল বাম শ্রমিক সংগঠন সিটু।

গাড়োয়ানদের অভিযোগ, একসময় অনুমতি থাকলেও এখন গরুর গাড়িতে বালি পরিবহণের অনুমতি মেলে না। ফলে কোপ পড়েছে বহু গাড়োয়ানের রুজি রুটিতে। তাঁদের বক্তব্য, এমন অনেকেই আছেন যাদের বেশি বালির প্রয়োজন হয়না। সেক্ষেত্রে অল্প বালি পরিবহন করতে চান। এমনকি পরিবহনে গাড়ির ব্যবহারের জন্য পরিবহন খরচ বেড়ে গিয়ে বালি দুর্মূল্য হয়ে উঠেছে দাবি করে গরুর গাড়িতে করে বালি পরিবহন করতে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার গাড়োয়ানদের নিয়ে বিষ্ণুপুর এসডিও’র কাছে ডেপুটেশন জমা দিল বাম শ্রমিক সংগঠন সিটু। ডেপুটেশনে অংশ নেয় ৪০টি গরুর গাড়ি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ