Bankura Rail : ছাতনা-মুকুটমণিপুর রেলপথের দাবিতে আন্দোলনে স্থানীয়রা

Bankura Rail : ছাতনা-মুকুটমণিপুর রেলপথের দাবিতে আন্দোলনে স্থানীয়রা

বাঁকুড়ার ছাতনা থেকে মুকুটমণিপুর ভায়া বিষ্ণুপুর রেলপথের দাবিতে এলাকাবাসীর আন্দোলন দীর্ঘদিনের। পরবর্তী প্রকল্পটি স্বীকৃতি পাওয়ার পর জমি অধিগ্রহণ ও অন্যান্য প্রাথমিক পদক্ষেপ হলেও এখন ফের থমকে গিয়েছে কাজ৷ অবিলম্বে ছাতনা থেকে মুকুটমণিপুর ভায়া বিষ্ণুপুর রেলপথের দাবিতে ফের আন্দোলনে স্থানীয়রা। এই দাবিতে ছাতনা-মুকুটমণিপুর ভায়া বিষ্ণুপুর রেলপথ কমিটির ডাকে অনুষ্ঠিত হল কনভেনশন। খাতড়া পাম্প মোড়ে জমায়েত হয়েছিলেন হাজারো মানুষজন।

দক্ষিণ বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকার মানুষজন রেলপথ ব্যবহার করতে বাঁকুড়া, ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুরের উপর নির্ভরশীল। যে কারণে বিভিন্ন প্রয়োজনে বারবার সমস্যার সম্মুখীন হন তাঁরা৷ ছাতনা-মুকুটমণিপুর ভায়া বিষ্ণুপুর রেলপথের দাবি দীর্ঘদিনের। প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া একাধিকবার বিষয়টি লোকসভায় উত্থাপন করেছিলেন। প্রায় এক দশক আগে এই রেলপথ তৈরিতে সবুজ সংকেত দেয় কেন্দ্রীয় সরকার৷ জমি অধিগ্রহণ, জমি ভরাট প্রভৃতি প্রাথমিক কাজও শুরু হয়। কিন্তু এরপরে হঠাৎই থমকে গিয়েছে সেই কাজ।

অভিযোগ, কেন্দ্রে সরকার পরিবর্তনের পর থেকেই প্রকল্পটি গতি হারিয়েছে। বিষয়টি নিয়ে কমিটির তরফে একাধিকবার বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের দ্বারস্থ হলেও সুরাহা হয়নি বলে অভিযোগ। এমনকি এলাকার বিধায়ক তথা রাজ্যের খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিও এই বিষয়ে উদ্যোগী হননি বলে অভিযোগ। এইদিন প্রস্তাবিত রেলপথে থমকে যাওয়া কাজ পুনরায় শুরুর দাবি জানায় ছাতনা-মুকুটমণিপুর ভায়া বিষ্ণুপুর রেলপথ কমিটি। সভায় বক্তব্য রাখেন রাণীবাঁধের প্রাক্তন বিধায়ক দেবলীনা হেমব্রম, কৃষকনেতা অজিত পতি প্রমুখরা৷ কমিটি গঠন করে জেলাশাসক ও রেলমন্ত্রকের কাছে দাবির প্রেক্ষিতে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ