Elephant: হস্তিনীর শাবকের জন্ম, হাতির হানায় তটস্থ কলাইকুণ্ডা রেঞ্জ সংলগ্ন বাসিন্দারা

Elephant: হস্তিনীর শাবকের জন্ম, হাতির হানায় তটস্থ কলাইকুণ্ডা রেঞ্জ সংলগ্ন বাসিন্দারা

বেশ কিছুদিন ধরেই খড়গপুর বন বিভাগের কলাইকুণ্ডা রেঞ্জের জঠিয়া জঙ্গল লাগোয়া এলাকা দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। নষ্ট হচ্ছে ফসল। তারই মধ্যে হস্তি শাবকের জন্ম দিল এক হস্তিনী। যা নিয়ে নতুন করে আতঙ্কে গ্রামবাসীরা।

সোমবার সকালে জঠিয়া গ্রামে এক ধান জমিতে একটি শাবক প্রসব করে এক হস্তিনী। তারপর থেকে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ৩০ টি হাতির একটি দল। শাবক প্রসব করায় হাতির দলটি এখন সেখানেই থাকবে বলে ধারনা গ্রামবাসীদের। ইতিমধ্যে মানিকপাড়ার দিক থেকে প্রায় ১০০ টি হাতি গ্রামবাসীদের বাধা পেয়ে উল্টো পথে এলাকায় এসেছে৷ রবিবার রাত থেকেই জঠিয়া গ্রামে চাষের জমি, নারকেল-ফলের বাগানে তাণ্ডব চালিয়েছে তারা। সোমবার ভোরের দিকেও কিছু হাতি এলাকায় এসেছে। সব মিলিয়ে কলাইকুণ্ডা রেঞ্জে প্রায় ১৩০টির বেশি হাতি রয়েছে এই মুহূর্তে অনুমান গ্রামবাসীদের৷

আরও পড়ুন:  মানসিক ভারসাম্যহীন কিশোর হোমে ঠাঁই পেল, উদ্যোগে স্বেচ্ছাসেবীরা

ভালকিশোর, জঠিয়া, মাকরদিন্দা, কইনাডিহা, টুঙাদুয়া গ্রামের বাসিন্দারা ইতিমধ্যে হাতির আতঙ্কে রাত পাহারা শুরু করেছেন। কিন্তু তাঁদের অভিযোগ, বন দফতরের উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না। প্রতিবাদে সোমবার জঠিয়া-খেমাশুলি রাস্তা অবরোধও করেন গ্রামবাসীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ