মানসিক ভারসাম্যহীন কিশোর হোমে ঠাঁই পেল, উদ্যোগে স্বেচ্ছাসেবীরা

মানসিক ভারসাম্যহীন কিশোর হোমে ঠাঁই পেল, উদ্যোগে স্বেচ্ছাসেবীরা

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের তুতরাঙ্গা উদীয়মান তরুণ সংঘের উদ্যোগে রাস্তার পাশে বসে থাকা এক মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী কিশোরকে হোমে পাঠানোর ব্যবস্থা হল।

জানা গিয়েছে, জেলার সবং ব্লকের বোয়ালিয়া গ্রামের হারারচক বাজারে কিছুদিন এই মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী কিশোরকে বসে থাকতো। এই কিশোরটি ভালো করে কথা বলতে পারে পারতো না এবং বেশিক্ষণ ঠিক মতো হাঁটতে পারতো না। যদিও ছেলেটির খাওয়া, পোশাকের কোনো অভাব হতো না। কারণ স্থানীয় চা দোকানদার সুব্রতবাবু, তাঁর বাবা-মা এবং চা খেতে আসা বিভিন্ন মানুষজন এবং ওখানের অস্থায়ী পুলিশ ক্যাম্পের কর্মচারীরা ছেলেটির যতটা সম্ভব যত্ন নিতেন। দিন কয়েক আগে তুতরাঙ্গা উদিয়মান সংঘের বিশ্বজিৎ জানা ব্যাক্তিগত কাজে সন্ধ্যে বেলা হারারচক দিয়ে আসার সময় ওই ছেলেটিকে ঠান্ডায় বসে থাকতে লক্ষ্য করেন। তিনি ক্লাবে এসে আলোচনা করে কিভাবে ওই ছেলেটিকে হোমে পাঠানো যায় তার কথা আলোচনা করেন অন্যান্য সদস্যদের সাথে। পরের দিন দুপুর নাগাদ সংঘের জগদীশ মাইতি, কৃষ্ণেন্দু, বিশ্বজিৎ, শুভেন্দু, অরবিন্দ, শংকর, রাজকুমারবাবুরা হারারচকে গিয়ে তাঁদের পরিকল্পনার কথা সংশ্লিষ্ট সবাইকে জানান। স্থানীয় সংশ্লিষ্ট সবাই উৎসাহিত করে সবরকম সহযোগিতার আশ্বাস দেন। তখন শিশু সুরক্ষা দপ্তরের হেল্প লাইন নম্বরে ফোন করে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন:  Daspur: হাতসাফাই এটিএম কার্ড, অ্যাকাউন্ট থেকে উধাও টাকা

কিন্তু সেখান থেকে সেরকম কোনো আশার আলো দেখতে না পেয়ে উদীয়মান তরুণ সংঘের পক্ষ থেকে মেদিনীপুর ছাত্র সমাজের কর্মী কৌশিক কঁচের সহযোগিতায় এডিএম দপ্তরে যোগাযোগ করা হয়। সেই সঙ্গে মেদিনীপুর জেলা পরিষদের শিশু ও নারী কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রতিভা মাইতিকে বিষয়টি জানানো হয়। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর এডিএম দপ্তরের তরফ থেকে পুরো ঘটনার খোঁজ নেওয়া হয়। মঙ্গলবার প্রতিভা মাইতির স্থানীয় প্রতিনিধিবৃন্দ, সবং ব্লকের বিডিও , সিএমওএইচ-এর সাথে যোগাযোগ করেন। সবং থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং ক্লাবের সদস্যদের ডেকে পাঠান ও স্থানীয় মানুষজনের উপস্থিতিতে ছেলেটিকে নিয়ে যান। ছেলেটিকে ব্লক হাসপাতালে মেডিক্যাল টেস্ট করে হোমে নিয়ে যাওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ