তৃণমূলের প্রার্থীতালিকা নিয়ে অসন্তোষ, পদ ছাড়তে চেয়েও অবশেষে সুর নরম অখিল গিরির

তৃণমূলের প্রার্থীতালিকা নিয়ে অসন্তোষ, পদ ছাড়তে চেয়েও অবশেষে সুর নরম অখিল গিরির

শুক্রবার প্রকাশিত হয়েছে পুরসভা ভোটে তৃণমূলের প্রার্থীতালিকা। তারপরেরই সারা রাজ্য জুড়ে শুরু হয় বিক্ষোভ। কাঁথি পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে অভিযোগ ওঠে, এলাকায় ‘দাদার অনুগামী’ হিসেবে পরিচিত অনেক শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠরা, যাঁরা একসময় বিজেপির হয়ে কাজ করেছেন প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন। এরপরেই কাঁথিতেও শুরু হয় বিক্ষোভ। শুক্রবার কাঁথি ও এগরা পুরসভা নির্বাচনে আহ্বায়কের পদ অব্যহতি নেওয়ার কথা ঘোষণা করেন অখিল গিরি। যদিও শনিবার অনেকটাই সুর নরম করেছেন তিনি।

শনিবার মৎস্যমন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, তিনি যে তালিকা তৃণমূল নেতৃত্বের কাছে পাঠিয়েছিলেন, তাঁদের সবাইকে বাদ দিয়ে ‘দাদার অনুগামী’দের জায়গা দেওয়া হল কোন যুক্তিতে, তা তিনি বুঝতে পারছেন না। সঙ্গে তাঁর অভিমান, “হয়তো আমার যোগ্যতা নেই প্রার্থী তালিকা তৈরি করার। তাই আমি দলের দেওয়া কাঁথি ও এগরা পুরসভা নির্বাচনে আহ্বায়কের পদ ছাড়তে চেয়েছিলাম।” যদিও তাঁর বর্তমান উপলব্ধি, “আমি দলের অনুগত সৈনিক। তাই দায়িত্ব ছাড়ার কোনও প্রশ্ন নেই। দল যাঁদের প্রার্থী করেছে, আমি তাদের নিয়েই ভোটে লড়াই করব।’’

আরও পড়ুন:  “অতি বাড় বেড় না, ঝড়ে ভেঙে যাবে”, এসপি-কে হুঁশিয়ারি শুভেন্দুর

দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানিয়েছেন অখিল গিরি। তাঁর বক্তব্য, “অন্তত পাঁচ থেকে ছয়টি প্রার্থী পরিবর্তন হওয়া দরকার বলে জানিয়েছি। তবে এ বিষয়ে উনি কোনও মন্তব্য করেননি। দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’’ মৎস্যমন্ত্রীর বিশ্লেষণ, যাঁরা গত ৫-১০ বছর ধরে দলে সর্বত ভাবে আছেন, তাঁদের উপেক্ষা করে ভোটে লড়াই করা খুব শক্ত।

আরও পড়ুন:  “শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ” করানোর হুমকি কুনাল ঘোষের

তাঁর অভিযোগ, প্রার্থীতালিকায় এমন অনেকেই আছেন, যাঁরা ‘দাদার অনুগামী’ হয়ে বিজেপি-র জন্য কাজ করেছেন। অথচ গত দু’এক দিন আগে তাঁরা দলে এসে টিকিট পেয়ে গিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ