Ghatal: দোতলা বাড়ি থাকা উপপ্রধানের নাম আবাস যোজনার তালিকায়, বিক্ষোভ গ্রামবাসীদের

Ghatal: দোতলা বাড়ি থাকা উপপ্রধানের নাম আবাস যোজনার তালিকায়, বিক্ষোভ গ্রামবাসীদের

গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি। রয়েছে পাকা দোতলা বাড়ি। গ্রামের অনেকেরই কাঁচা মাটির বাড়িতে বসবাস। কিন্তু সেই গরিব মানুষগুলো রয়ে গেলেন ব্রাত্যই৷ কিন্তু দোতলা বাড়ির মালিক উপপ্রধানের নাম যুক্ত হল আবাস যোজনার তালিকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনসুকা দুই গ্রাম পঞ্চায়েতে। যা কেন্দ্র করে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ গ্রামবাসীদের।

আরও পড়ুন:  ‘সুরক্ষা কবচের নামে বিরোধীদের ভয় দেখানোই মূল উদ্দেশ্য’, আক্রমণ ভারতী ঘোষের

গ্রামবাসীদের অভিযোগ, ঘাটাল ব্লকের মনসুকা দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বদেশ মন্ডল, রামচক গ্রামের বাসিন্দা। তাঁর পাকা দোতলা বাড়ি রয়েছে। কিন্তু আবাস যোজনার তালিকায় রয়েছে তাঁর নাম৷ মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। গ্রামবাসীরা পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখান৷ অন্যদিকে উপপ্রধান স্বদেশ মন্ডলের বক্তব্য, তাঁকে কালিমালিপ্ত করতেই কেউ তাঁর নাম ঢুকিয়ে দিয়েছে আবাস যোজনার তালিকায়। ঘটনার তদন্ত দাবি করেছেন বিরোধীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ