Jhalda: মাওবাদী আতঙ্ক অতীত, ১৩ বছর পর খুললো বন দফতরের বিট অফিস

Jhalda: মাওবাদী আতঙ্ক অতীত, ১৩ বছর পর খুললো বন দফতরের বিট অফিস

একদা মাওবাদী আতঙ্কে কম্পমান ছিল এলাকা। এখন তা অতীত। এবার জেলা প্রশাসন ও বন দফতরের উদ্যোগে ১৩ বছর বন্ধ থাকার পর মঙ্গলবার পুরুলিয়ার ঝালদা বনাঞ্চলের খামার বিট অফিসে কাজ শুরু হল।

অযোধ্যা পাহাড়, বনাঞ্চল এক সময় মাও-ঘাঁটি হয়ে উঠেছিল। ২০০৯ সালে বন্ধ হয়ে গিয়েছিল ঝালদার খামারের বিট অফিস। ঝালদা এলাকাতে মাওবাদীদের হাতে খুন হয়েছিলেন ৭ জন, সেটা ২০১০ সাল। তারপর রাজ্যে হয়েছে একাধিক রাজনৈতিক প্রেক্ষাপট। হয়েছে পালাবদল। প্রশাসনিক, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর প্রচেষ্টায় কমেছে মাওবাদী প্রভাব৷ দীর্ঘ ১৩ বছর বন্ধ থাকার পর ঝালদাতে খামার বিট অফিস পুনরায় চালু করল বন বিভাগ। আপাতত ৮ থেকে ১০ জন কর্মী নিয়ে এই বিট অফিসে কাজ শুরু হচ্ছে। এইদিন বিট অফিস চালু হতে উপস্থিত ছিলেন দক্ষিণ-পশ্চিম চক্রের মুখ্য বনপাল মানসরঞ্জন ভট্ট, পুরুলিয়ার ডিএফও দেবাশিস শর্মা প্রমুখরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ