Paschim Medinipur : জেলায় গঠিত হল জেলা পরিষদের স্থায়ী কমিটি, স্থির কর্মাধ্যক্ষদের নাম

Paschim Medinipur : জেলায় গঠিত হল জেলা পরিষদের স্থায়ী কমিটি, স্থির কর্মাধ্যক্ষদের নাম

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার জেলা পরিষদের (Zilla Parishad) স্থায়ী কমিটিগুলি গঠিত হল। স্থির হয়েছে কর্মাধ্যক্ষদের (Karmadaksha) নামও। জেলাশাসকের (DM) উপস্থিতিতে কমিটির সদস্য তাঁদের নির্বাচিত করলেই উক্ত কমিটির কর্মাধ্যক্ষ হিসাবে কাজ শুরু করবেন মনোনীতরা৷

নির্বাচনে জেলা পরিষদের ৬০টি আসনের জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা।বুধবার জেলা পরিষদের ১০টি স্থায়ী সমিতি গঠিত হয়। দলের তরফে প্রতি কমিটির মনোনীত কর্মাধ্যক্ষদের নামও জানানো হয়েছে৷ নীচে দেখে নিন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে পদাধিকারী ও নির্দিষ্ট কমিটির কর্মাধ্যক্ষদের তালিকা।

আরও পড়ুন:  Shalboni : শালবনীতে সৌরভ! কি বলছেন দিলীপ ঘোষ?

জেলা পরিষদের সভাধিপতি- প্রতিভা মাইতি,
সহ-সভাধিপতি- অজিত মাইতি।
দলনেতা- শেখ মহম্মদ রফিক (কেশপুর ),
অধ্যক্ষা- সেলিমা খাতুন বিবি (ডেবরা),
উপাধ্যক্ষ্যা – মামণি মান্ডি।
কর্মাধ্যক্ষরা হলেন –
(১) অর্থ স্বাস্থ্য উন্নয়ন ও পরিকল্পনা স্থায়ী সমিতি- প্রতিভা মাইতি (নারায়ণগড়),
(২) জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতি- শেখ আবু কালাম বক্স (সবং),
(৩) পূর্ত ও পরিবহণ স্থায়ী সমিতি- নির্মল ঘোষ (গড়বেতা ৩),
(৪) কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতি : আশিষ হুদাইত ( দাসপুর –২),
(৫) শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতি- শান্তি টুডু (ডেবরা),
(৬) শিশু নারী উন্নয়ন জনকল্যাণ ও ত্রাণ স্থায়ী সমিতি- কল্পনা সিট (কেশিয়ারী),
(৭) বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতি- তপন কুমার প্রধান (মোহনপুর),
(৮) খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতি – প্রতুল দাস (দাঁতন ১),
(৯) ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতি – শংকর দলোই (ঘাটাল),
(১০) মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতি – জ্যোতিপ্রসাদ মাহাতো (শালবনি)।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ