জেলা নেতৃত্বের আশ্বাস মতো পাঁচদিন বাদে গোপীবল্লভপুরের বিজেপির কার্যালয় খোলার দিনেই বড়সড় ধাক্কা খেল ঝাড়গ্ৰাম জেলা বিজেপি। পদত্যাগ করলেন নব নির্বাচিত জেলা সহ-সভাপতি দানগি সরেন। নিজের শারীরিক কারণ দেখিয়ে দানগি দেবি রবিবার সন্ধ্যায় হোয়াটসঅ্যাপ মারফত দলের ঝাড়গ্ৰাম জেলা সভাপতি তুফান মাহাতর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।
দানগি দেবি বর্তমানে বিজেপি পরিচালিত গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি। তবে জেলা বিজেপির গুরত্বপূর্ণ পদ পেয়েও দানগি সরেনের এহেন আচমকা পদত্যাগ করায় প্রশ্ন উঠছে বিজেপির দলীয় অন্তর্দ্বন্দ্ব নিয়ে।
- Advertisement -
কারণ গত ২৬ শে জানুয়ারি জেলা সভাপতি তুফান মাহাত ঝাড়গ্ৰাম জেলা বিজেপির পদাধিকারী ঘোষণা করার পর জেলা সভাপতির বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে গোপীবল্লভপুর ১ নম্বর মন্ডল কমিটির ফানিয়ামারা কার্যালয় বন্ধ করেছিলেন দলেরই যুব মোর্চার সদস্যরা।
- Advertisement -
জেলা নেতৃত্বের আশ্বাস মতো পাঁচদিন পর রবিবার সকালে সেই কার্যালয় খোলা হলেও এলাকারই বিজেপি নেত্রী জেলার গুরুত্বপূর্ণ পদ ছাড়ায় প্রশ্ন উঠছে তাহলে কী আসলে বিজেপির ঝাড়গ্ৰাম জেলা সভাপতির বিরুদ্ধে দলের কর্মীদের ক্ষোভ এখনো প্রশমিত হয়নি? জেলা সভাপতিকে বার্তা দিতেই কী দানগি দেবির এই পদত্যাগ? না অন্য কিছু? উঠেছে প্রশ্ন।