Jhargram Elephant Attack : সন্তানের মৃত্যুতে উন্মত্ত মা হাতি, আক্রমণে মৃত্যু ২ জনের

Jhargram Elephant Attack : সন্তানের মৃত্যুতে উন্মত্ত মা হাতি, আক্রমণে মৃত্যু ২ জনের

সন্তানের মৃত্যুতে উন্মত্ত হয়ে উঠলো মা হাতি! সেই উন্মত্ত হাতির আক্রমণে মৃত্যু হয়েছে ২ জন গ্রামবাসীর৷ হাতিটি ভাঙচুর করেছে বাইক, ধাক্কা দিয়েছে বাসে। ঘটনাটি ঘটেছে, বুধবার সকালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার দেউলবাড়ের রামেশ্বর মন্দির সংলগ্ন এলাকায়। ঘটনার পরে সন্ত্রস্থ হয়ে রয়েছেন গ্রামবাসীরা।

জানা গিয়েছে, বুধবার ভোরে খড়গপুর বন বিভাগের অন্তর্গত সাঁকরাইল রেঞ্জের রোহিনীর দিক থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে নয়াগ্রামের চাঁদাবিলা রেঞ্জে আসছিল ১৫টি হাতির একটি দল। দলের সঙ্গে ছিল শাবক। সেই সময়ে একটি শাবক নদীর গর্তে পড়ে যায়। সেখানে জল বেশি থাকায় তাতেই ডুবে শাবকটি মারা যায়।

আরও পড়ুন:  Jhargram : জেলায় বদলি ৫ বিডিও, পুজোর আগে সিদ্ধান্ত

এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে হস্তিমাতা। হাতিটি সেখান থেকে না গিয়ে গর্জন শুরু করে। হাতি মৃত্যুর খবর শুনে রামেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় গ্রামবাসীরা ভিড় করেন। সন্তান শোকে উন্মত্ত হাতিটি গ্রামবাসীদের তাড়া করে। দেউলবাড় গ্রামের বাসিন্দা ৭৩ বছরের আনন্দ জানা এবং বিরিবেড়িয়া গ্রামের ৬০ বছরের শশধর মাহাতোকে আছড়ে পিষে মারে হাতিটি। একটি বাইক ভেঙে দেয় এবং রামেশ্বর-কটক রুটের একটি বাসকেও ধাক্কা দেয় হাতিটি। পরিস্থিতির উপর নজর রাখছে বন দফতর। মৃতদের পরিবারকে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন:  Durga Puja : দুর্গাপুজোয় জয়চন্ডী মন্দিরে পুজো পান শবরদের দেবী

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ