Kangsabati River : উদ্বেগ বাড়াচ্ছে কংসাবতী নদীর স্বাস্থ্য, অশনি সংকেত সমীক্ষায়

Kangsabati River : উদ্বেগ বাড়াচ্ছে কংসাবতী নদীর স্বাস্থ্য, অশনি সংকেত সমীক্ষায়

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে কংসাবতী নদীর স্বাস্থ্য। এবার মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের ছাত্রীদের সমীক্ষায় অশনি সংকেত। সমীক্ষা বলছে অনিয়ন্ত্রিত বালি উত্তোলন সহ একাধিক কারণে নদীখাত থেকে নদীর চরিত্র, বদলে যাচ্ছে সবকিছু। বদল হচ্ছে নদীর বাস্তুতন্ত্রে।

সাম্প্রতিক কালে বিদ্যাসাগরের বিশ্ববিদ্যালয়ের তরফে কংসাবতী নদী নিয়ে গবেষণা হয়েছিল। এবার রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের ছাত্রীদের সমীক্ষায় এই চিত্র উঠে এলো। কংসাবতী নদী বাঁধের নিম্ন ধারায় নদীর জলধারা, নদী খাত, ভূমির ঢালের আমূল পরিবর্তন হচ্ছে। স্রোত, নাব্যতা হারিয়ে যাচ্ছে ক্রমশ। বদল হচ্ছে নদীর সামগ্রিক বাস্তুতন্ত্রেও। এর কারণ হিসাবে উঠে আসছে বিভিন্ন কারণ।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

মেদিনীপুরে অনিকেত ড্যামের পর থেকে নদীর ধারা ক্রমশ শুকিয়ে গিয়েছে। কনকাবতী, মনিদহ, ধেড়ুয়া ব্রিজ এলাকায় অনিয়ন্ত্রিত ভাবে চলছে বালি উত্তোলন। সেই সঙ্গে শুকিয়ে যাওয়া নদী তথা প্লাবনভূমি দখল করে হচ্ছে চাষবাস। চাষিরা নদী উপত্যকায় চাষের জন্য অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করছেন। এর ফলে দূষণের মাত্রা বাড়ছে। বদলে যাচ্ছে নদীর বাস্তুতন্ত্র। নদী গর্ভ হতে অতিরিক্ত বালি উত্তোলন, দূষণ, প্লাবনভূমিতে চাষবাস, নদী ধারা শুকিয়ে যাওয়া সব মিলিয়ে বদলে যাচ্ছে কংসাবতী নদীর চরিত্র।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ