Kharagpur Puja: ‘আলাদিন’ থিমে আরব্য রজনী নেতাজি ব্যায়ামাগার তালবাগিচা সার্বজনীনে

Kharagpur Puja: 'আলাদিন' থিমে আরব্য রজনী নেতাজি ব্যায়ামাগার তালবাগিচা সার্বজনীনে

খড়গপুরের প্রতি বছরের সেরা পুজোগুলির মধ্যে অন্যতম পুজোর আয়োজন করে নেতাজি ব্যায়ামাগার তালবাগিচা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এই বছর ৫৩ তম বর্ষে ‘আলাদিন’ থিমে আরব্য রজনীকে মণ্ডপে তুলে আনতে তৎপর উদ্যোক্তারা।

পশ্চিম মেদিনীপুর জেলার সেরা পুজোগুলো বাছতে বসে পুজো উৎসাহীরা নেতাজি ব্যায়ামাগার তালবাগিচা সার্বজনীনকে সাধারণত এড়িয়ে যেতে পারেন না। ২০১৭ সাল থেকে ২০১৯ সাল, টানা তিন বছর জেলার ‘সেরার সেরা পুজো’র তকমা গিয়েছিল তাদেরই ঝুলিতে। কিন্তু করোনাকালীন পরিস্থিতিতে বিগত দুই বছর আয়োজনে কিঞ্চিৎ তাল কেটেছিল। এই বছর তাই সেই খামতি পুষিয়ে পুনরায় স্বমহিমায় পুজো আয়োজন উপস্থাপিত করতে তৎপর নেতাজি ব্যায়ামাগার তালবাগিচা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। তাই প্রায় ৩০ লাখ টাকা বাজেটের এবারের পুজোয় থিম ‘আলাদিন’! আরব্য রজনীর জনপ্রিয় চরিত্রকে কেন্দ্র করে আরব্য রূপকথার রাজ্য ফুটে উঠতে চলেছে মণ্ডপে।

আরও পড়ুন:  Medinipur: সিপিএমের উদ্যোগে মেদিনীপুর শহরে পদযাত্রা, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান

পুজোর প্রস্তুতির হালহকিকত দেখতে ক্রমশ সেজে উঠতে থাকা নেতাজি ব্যায়ামাগার তালবাগিচা সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ প্রাঙ্গণে পৌঁছে গিয়েছিলেন GNE Bangla-র প্রতিনিধি। দুর্গোৎসব কমিটির সম্পাদক অনিন্দ্য ভট্টাচার্য্য জানালেন, গত দুই বছরের করোনা পরিস্থিতি সামাল দেওয়ার পর এই বছরে পুনরায় জেলার সেরা পুজো হয়ে উঠতে তৎপর তাঁরা। তাঁদের পুজো যে বিশেষ বিখ্যাত এবং পুজোর দিনগুলোতে যে দর্শনার্থীদের ভিড় সামলানো দুষ্কর হয়ে উঠবে সেই বিষয়ে সদস্যেরা অবগত। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহিলা, পুরুষ এবং ভিআইপি দর্শনার্থীদের জন্য তৈরি হচ্ছে পৃথক তিনটি প্রবেশ ও বাইরে যাওয়ার পথ। বসছে সিসিটিভি ক্যামেরা। মন্ডপের সামনের রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণের জন্যও বিশেষ ব্যবস্থা থাকবে। রেলশহরে পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। চলছে খড়গপুরবাসীর দিনগোনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ