Kharagpur : খড়গপুরে বিনিয়োগ জেকে গ্রুপের, রাজ্যে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ মুকেশ অম্বানির

Kharagpur : খড়গপুরে বিনিয়োগ জেকে গ্রুপের, রাজ্যে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ মুকেশ অম্বানির

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন চলছে। সেই মঞ্চ থেকেই খড়গপুরের বিদ্যাসাগর শিল্পতালুকে দুগ্ধ শিল্পে বিনিয়োগের ঘোষণা করেছে জেকে গ্রুপ। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে আগামী তিন বছরে রিলায়্যান্স গোষ্ঠী আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে ঘোষণা করলেন গোষ্ঠীর কর্ণধার মুকেশ অম্বানি। নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ও রাজ্যে বাণিজ্যের পরিবেশের ভূয়সী প্রশংসা করেন তিনি।

রিলায়্যান্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ অম্বানি জানান, রাজ্যে ইতিমধ্যে ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে রিলায়্যান্স। আগামী তিন বছরে আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিক্ষেত্রে ডিজিটাল প্রয়োগ উন্নত করতে এই বিনিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন তিনি। অটলবিহারী বাজপেয়ীর উল্লেখ করে মমতার ‘অগ্নিকন্যা’ তকমা যথার্থ বলেও উল্লেখ করেন। তিনি বলেন, “মমতাদির দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের জন্যই বাংলায় লগ্নির আদর্শ পরিবেশ তৈরি হয়েছে।”

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

এছাড়া উইপ্রো কর্তা রিশাদ প্রেমজি জানিয়েছেন, রাজারহাটে উইপ্রোর ক্যাম্পাস দেশের মধ্যে সর্ববৃহৎ হবে এবং তার পরে উইপ্রো রাজ্যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবে। বাংলার হস্তশিল্পকে বিপণন করবে রিলায়্যান্স মার্ট এবং প্রশিক্ষণ শিবিরও গড়ে তুলবে। নারায়ণা গ্রুপের কর্ণধার তথা চিকিৎসক দেবীপ্রসাদ শেট্টি আগামী দু’বছরের মধ্যে কলকাতায় একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলার কথা জানিয়েছেন। জেকে গ্রুপের কর্তা হর্ষপতি সিঙ্ঘানিয়া খড়গপুরের বিদ্যাসাগর শিল্পতালুকে দুগ্ধ শিল্পে বিনিয়োগের কথা ঘোষণা করেছেন। সেখানে ২ হাজার জনের কর্মসংস্থান হবে বলেও জানিয়েছেন।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 30/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ