Paschim Medinipur : পুরস্কৃত পশ্চিম মেদিনীপুর! বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে কাজের স্বীকৃতি

Paschim Medinipur : পুরস্কৃত পশ্চিম মেদিনীপুর! বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে কাজের স্বীকৃতি

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

রাজ্যস্তরে ভালো কাজের স্বীকৃতি পেতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা। জেলাস্তরে বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে উল্লেখ্যযোগ্য কাজের প্রেক্ষিতে লোকাল লেভেল কমিটি আন্ডার ন্যাশনাল ট্রাস্ট পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা। সেই সঙ্গে খড়গপুর-২ ব্লকে বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে গঠিত স্বনির্ভর গোষ্ঠী ‘কিশলয়’ তাদের ভালো কাজের স্বীকৃতি পাবে রাজ্যস্তরে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য কাজের স্বীকৃতি পেয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা। বিশেষতঃ বিভিন্ন স্কুলের কন্যাশ্রী ক্লাবগুলি বাল্যবিবাহ রোধে বিশেষ ভূমিকা নিচ্ছে। সম্প্রতি স্বীকৃতি স্বরূপ রাজ্যস্তরে সাহসিকতার বিশেষ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে কেশপুর ব্লকের সুশীলা বিদ্যাপীঠ কন্যাশ্রী ক্লাব। ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস পুরস্কার দ্বিতীয় বার পাচ্ছে তারা। ১৫টিরও বেশি বাল্যবিবাহ রুখে দিয়েছে এই কন্যাশ্রী ক্লাবটি।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

এবার খড়গপুর-২ ব্লকে বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে গঠিত স্বনির্ভর গোষ্ঠী ‘কিশলয়’ রাজ্য স্তরে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আগামী ২রা ডিসেম্বর কলকাতায় একটি বিশেষ অনুষ্ঠানে তাদের স্বীকৃতি জানানো হবে। সেই সঙ্গে খেলাধুলার ক্ষেত্রে বিশেষ পারদর্শিতার জন্য পশ্চিম মেদিনীপুর জেলার দুই ক্রীড়াবিদ মাজিদা খাতুন এবং সুজয় খান রাজ্যস্তরে বিশেষ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। আগামী ৩০ শে নভেম্বর কলকাতার মেহেরকুঞ্জের অনুষ্ঠানে তাঁদের সম্মানিত করা হবে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ