লালগড়ে ল্যান্ডমাইন রেখে দুর্ঘটনা ঘটানোর চেষ্টার অভিযোগে লালগড়ের ধরমপুরচক থেকে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি। তাঁর সঙ্গে মাওবাদী যোগের সন্দেহ করছে পুলিশ।
গত বছর মার্চ মাসে লালগড় থানার রামগড় অঞ্চলের তেঁতুলতলার রাস্তায় একটি ল্যান্ডমাইন উদ্ধার হয়েছিল। তারই তদন্ত চালাচ্ছিল পুলিশ। অভিযুক্ত সন্দেহে লালগড় থানার সিজুয়া অঞ্চলের বাসিন্দা চুনিলাল মাণ্ডিকে রবিবার গ্রেপ্তার করে পুলিশ।
- Advertisement -
পুলিশ দাবি করেছে, জেরায় অভিযুক্ত ল্যান্ডমাইন রাখার অভিযোগ স্বীকার করেছে। বিস্ফোরক আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতের সঙ্গে মাওবাদী যোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সোমবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়। বিচারক চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।