বৃহস্পতিবার বিকালে বজ্র-বিদ্যুৎ সহ প্রবল ঝড়বৃষ্টি পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। সেই সঙ্গে অনেক এলাকায় হয়েছে প্রবল শিলাবৃষ্টি। ঝড় ও শিলাবৃষ্টির কারণে বিপুল ক্ষতি হয়ে দুই জেলার অনেক ধানজমির। সেই সঙ্গে অনেক মাটির ঘরবাড়িও বিধ্বস্ত হয়েছে। বজ্রপাতে মৃত ও আহতের সংখ্যাও একাধিক৷

এইদিন ঝড়বৃষ্টির আগাম পূর্বাভাস ছিল আবহাওয়া দফতরের তরফে। এর সঙ্গে শিলাবৃষ্টি যোগ হয়ে ঝাড়গ্রামের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ছানাপাড়া গ্রামে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে৷ অনেক মাটির ও পাকা বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। বাড়ির উপর ভেঙে পড়েছে গাছ। এছাড়া অনেক মাঠে শীতকালীন রোয়া ধানে পাক ধরেছে৷ ঝড়বৃষ্টির ফলে মাঠের ধানেরও অনেক ক্ষতি হয়েছে৷

জনপ্রিয় খবর:  Paschim Medinipur : জেলাশাসকের 'জনতার দরবার', মাসে দুইবার বসবে জেলাশাসকের দপ্তরে