Jhargram : ঝড়ের সঙ্গে প্রবল শিলাবৃষ্টি, বাড়িঘরের সঙ্গে ধানের জমির ক্ষতি বহু জায়গায়

Jhargram : ঝড়ের সঙ্গে প্রবল শিলাবৃষ্টি, বাড়িঘরের সঙ্গে ধানের জমির ক্ষতি বহু জায়গায়

বৃহস্পতিবার বিকালে বজ্র-বিদ্যুৎ সহ প্রবল ঝড়বৃষ্টি পশ্চিম মেদিনীপুরঝাড়গ্রাম জেলায়। সেই সঙ্গে অনেক এলাকায় হয়েছে প্রবল শিলাবৃষ্টি। ঝড় ও শিলাবৃষ্টির কারণে বিপুল ক্ষতি হয়ে দুই জেলার অনেক ধানজমির। সেই সঙ্গে অনেক মাটির ঘরবাড়িও বিধ্বস্ত হয়েছে। বজ্রপাতে মৃত ও আহতের সংখ্যাও একাধিক৷

আরও পড়ুন:  Paschim Medinipur : জেলাশাসকের ‘জনতার দরবার’, মাসে দুইবার বসবে জেলাশাসকের দপ্তরে

এইদিন ঝড়বৃষ্টির আগাম পূর্বাভাস ছিল আবহাওয়া দফতরের তরফে। এর সঙ্গে শিলাবৃষ্টি যোগ হয়ে ঝাড়গ্রামের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ছানাপাড়া গ্রামে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে৷ অনেক মাটির ও পাকা বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। বাড়ির উপর ভেঙে পড়েছে গাছ। এছাড়া অনেক মাঠে শীতকালীন রোয়া ধানে পাক ধরেছে৷ ঝড়বৃষ্টির ফলে মাঠের ধানেরও অনেক ক্ষতি হয়েছে৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ