Medinipur: বিনু মাঁকড় ট্রফিতে বাংলা দলে মেদিনীপুরের সাগেন

Medinipur: বিনু মাঁকড় ট্রফিতে বাংলা দলে মেদিনীপুরের সাগেন

 

বিনু মাঁকড় ট্রফিতে বাংলা অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে সুযোগ পেলেন মেদিনীপুর(Medinipur) কলেজের স্নাতক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাগেন মুর্মু। বৃহস্পতিবার সাগেনকে এসএফআই মেদিনীপুর কলেজ আর্টস ও সায়েন্স ইউনিটের তরফ থেকে সংবর্ধিত করা হয়।

মেদিনীপুর(Medinipur) শহরের তাঁতিগেরিয়া বাসিন্দা সাগেন মুর্মুঅক্টোবর থেকে দেরাদুনে হতে চলা বিনু মাঁকড় ট্রফির বাংলা অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের ১৭ জনের দলে সুযোগ পেয়েছেন। মেদিনীপুর ছেলে এর আগেও ক্রিকেটে নিজের প্রতিভার প্রমান রেখেছেন। কলেজিয়েট স্কুলে পড়ার সময় থেকেই পিকে সান্যাল মেমোরিয়াল কোচিং সেন্টারে কোচ সুশীল শিকারিয়ার কাছে সাগেনের ক্রিকেট প্রশিক্ষণ শুরু হয়। অল রাউন্ডার সাগেন ডান হাতি ব্যাটার এবং ডান হাতি মিডিয়াম পেস বোলার। ২০১৬ সালে অনূর্ধ্ব ১৪ বাংলা বিদ্যালয় ক্রিকেট দলের সদস্য ছিলেন তিনি। ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ রাজ্য বিদ্যালয় ক্রিকেট দলেরও সদস্য ছিলেন। জুলাই মাসে রাজ্য অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের বাছাই হয় ইডেনে, সেখানে ৩৪ জনের দলে সুযোগ পান সাগেন। এরপর কল্যানীতে ম্যাচ ও প্রশিক্ষণের পর ২০ জনের দলে সুযোগ। তারপর আমেদাবাদে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি ম্যাচে ৫ উইকেট নেন ও ১৭ জনের অন্তিম দলে নিজের জায়গা করে নেন। জেলা বাসী থেকে সাগেনের প্রশিক্ষক প্রত্যেকেই আসন্ন বিনু মাঁকড় ট্রফিতে বাংলা দলের হয়ে মেদিনীপুরের সাগেন মুর্মুর ভালো খেলা দেখতে মুখিয়ে৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ