Medinipur-Kharagpur: নিষিদ্ধ অটো-টোটো-চার চাকা গাড়ি, ষষ্ঠী থেকেই চালু বিধিনিষেধ

Medinipur-Kharagpur: নিষিদ্ধ অটো-টোটো-চার চাকা গাড়ি, ষষ্ঠী থেকেই চালু বিধিনিষেধ

 

আসন্ন বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গোৎসব(Durga Puja)। পুজোকে কেন্দ্র করে শহর জুড়ে ঢল নামবে দর্শনার্থীদের। তার আগে মেদিনীপুর(Medinipur) ও খড়গপুর(Kharagpur) শহরে পুজোর দিনগুলি যানচলাচল নিয়ন্ত্রণে রাখতে তৎপর হয়ে উঠলো প্রশাসন। শনিবার ষষ্ঠীর দুপুর থেকে দুই শহরেই টোটো, অটো, চার চাকা গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সেই সঙ্গে বুধবার থেকেই দুই শহরে অত্যাবশ্যকীয় পণ্যের গাড়ি ছাড়া অন্য গাড়ির প্রবেশ নিষিদ্ধ(Forbidden)

জেলা শহর মেদিনীপুর(Medinipur) ও রেল শহর খড়গপুরে(Kharagpur) একাধিক নামকরা বড় বাজেটের পুজো হয়। শহরের বাসিন্দা ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন প্রতিমা ও মন্ডপ দর্শনে শহরে আসেন। ফলে সম্ভাবনা থাকে যাতায়াত বিশৃঙ্খলার। কিন্তু তা নিয়ে আগে থেকেই সতর্ক শহরের পুলিশ প্রশাসন। শনিবার ষষ্ঠীর দুপুর ৩ টা থেকে রাত্রি ১ টা পর্যন্ত মেদিনীপুর শহরে এবং দুপুর ১২ টা থেকে রাত্রি ২ টো পর্যন্ত খড়গপুর শহরে অটো, টোটো(Toto), চার চাকা গাড়ি ও অন্যান্য পণ্যবাহী গাড়ির প্রবেশ নিয়ন্ত্রণ করবে পুলিশ। এই নিয়ন্ত্রণ প্রত্যহ ৭ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।

আরও পড়ুন:  Kharagpur: ৬৭ তম রেলসপ্তাহ পালন, পুরস্কৃত হলেন খড়গপুর ডিভিশনের ৪১২ জন রেলকর্মী

সেই সঙ্গে ৬ নম্বর জাতীয় সড়ক, খড়গপুর-মেদিনীপুর সড়ক, ভাদুতলা-গড়বেতা সড়ক, খড়গপুর-দাঁতন ৬০ নম্বর জাতীয় সড়ক, মেদিনীপুর-চন্দ্রকোনা রাজ্য সড়ক সহ সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি চলাচল নিয়ন্ত্রন করা হবে। ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর দুপুর পর্যন্ত খড়গপুর ও মেদিনীপুরে নির্দিষ্ট নিয়ম মেনে অত্যাবশ্যকীয় পণ্য ব্যতীত পণ্যবাহী গাড়ির প্রবেশ নিষেধ। শহরের প্রবেশের আগে একাধিক জায়গায় গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকবে। সেই সঙ্গে নিরাপত্তা বজায় রাখতে জেলা জুড়ে নাকা তল্লাশিও চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ