Medinipur: “চাকরিপ্রার্থীরা কোনদিন আপনার ঘাড়ে কামড়ে দেবে”, অজিত মাইতিকে পাল্টা বিজেপির অরূপ দাস

Medinipur: "চাকরিপ্রার্থীরা কোনদিন আপনার ঘাড়ে কামড়ে দেবে", অজিত মাইতিকে পাল্টা বিজেপির অরূপ দাস

যুযুধান তৃণমূল-বিজেপি। আন্দোলনকারী চাকরিপ্রার্থীকে মহিলা পুলিশকর্মীর কামড়কে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক আবহ। বৃহস্পতিবার অজিত মাইতি কটাক্ষ করেন, “পুলিশ কামড়ে দেবে না তো কি রসগোল্লা ছুড়বে!” তারই পাল্টা কটাক্ষ এলো বিজেপির পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অরূপ দাসের কাছ থেকে। তিনি বলেন, “চাকরিপ্রার্থীরা কোনদিন আপনার ঘাড়ে কামড়ে দেবে।”

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অরূপ দাস। আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে অজিত মাইতির বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, “তৃণমূলের সংস্কৃতি আজ রাজ্য সরকার পরিচালনাধীন পুলিশের মধ্য দিয়ে বের হচ্ছে।” তার কটাক্ষ, “আইপিসি-তে কত নম্বর ধারায় লেখা আছে যে পুলিশ গিয়ে আন্দোলনকারীর হাতে কামড়ে দেবে? অজিতবাবুর কাছে এই প্রশ্নটা রাখছি। আপনারা যখন আইন মানবেন না, নিয়ম মানবেন না, পুলিশকে নিয়মে হাটতে দেবেন না, তখন রাখার কি আছে! আইপিসি কোডটা তুলে দিন না।”

আরও পড়ুন:  পঞ্চায়েত ভোটে বিজেপিকে জেতালেই পৃথক রাঢ়বঙ্গ রাজ্যের দাবি, জানালেন বিজেপি বিধায়ক

অরূপবাবুর অভিযোগ, “আজকে পুলিশকে সম্পূর্ণ ক্যাডার হিসেবে ব্যবহার করা হচ্ছে আন্দোলনকারীদের উপর, বিরোধী শক্তির উপর। পুলিশ গিয়ে কামড়ে দিচ্ছে, কাকে তলপেটে ঘুষি মারছে।” অজিত মাইতির প্রতি অরূপ দাসের কটাক্ষ, “আপনি সিনিয়র মানুষ, অনেকদিন রাজনীতি করছেন। ছোট হয়ে একটা পরামর্শ দিচ্ছি, আপনি একটু সাবধানে থাকুন। যা চাকরি চুরি হয়েছে সারা রাজ্যে, যা দুর্নীতি হয়েছে, এই চাকরি প্রার্থীরা কোনদিন আপনার ঘরে এসে আপনার ঘাড়ে কামড়ে দেবে!” তাঁর হুঁশিয়ারি, “যা করবেন তার প্রতিদান কিন্তু পাবেন, বাংলার মানুষ হাড়ে হাড়ে আপনাদের সেই প্রতিদান ফিরিয়ে দেবেন!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ