Medinipur : অতিরিক্ত জেলাশাসকের বাংলোর বাইরে আবর্জনার স্তূপ, হরিজন কলোনিতে ঝাড়ু হাতে পৌরপ্রধান, এলাকায় ক্ষোভ

Medinipur : অতিরিক্ত জেলাশাসকের বাংলোর বাইরে আবর্জনার স্তূপ, হরিজন কলোনিতে ঝাড়ু হাতে পৌরপ্রধান, এলাকায় ক্ষোভ

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুর শহরে অতিরিক্ত জেলাশাসকের বাংলোর পাশে ৬ নম্বর ওয়ার্ডের বার্জটাউন এলাকায় সি-২১ কলোনিতে রাস্তার ফুটপাতে আবর্জনার স্তূপ। নেই ডাস্টবিনের ব্যবস্থা। অথচ হরিজন কলোনিতে সাফাই অভিযানে খোদ পৌরপ্রধান। যা নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ।

শুক্রবার শহরের ২১ নম্বর ওয়ার্ডের হরিজন কলোনিতে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খানের নেতৃত্বে কাউন্সিলররা নিজেরাই ঝাটা, কোদাল হাতে করেছিলেন সাফাই অভিযান৷ কিন্তু তাঁদের কর্মযজ্ঞের মাঝেই উঠেছে প্রশ্ন। ৬ নম্বর ওয়ার্ডের বার্জটাউন এলাকায় সি-২১ কলোনিতে রাস্তার ফুটপাতে জমে রয়েছে আবর্জনা। উঠছে গন্ধ। সঙ্গে মশা মাছির উপদ্রব। অথচ পাশেই রয়েছে জেলার অতিরিক্ত জেলাশাসকের বাংলো।

আরও পড়ুন:  Medinipur : মেদিনীপুর হবে বিশ্বমানের স্টেশন, তাঁতিগেড়িয়ায় সাবওয়ে, লিফট উদ্বোধনের পর ঘোষণা

এলাকাবাসীর অভিযোগ, মেদিনীপুর শহরে সাফাই অভিযান চলছে পৌরসভার উদ্যোগে৷ তৈরি হচ্ছে ভ্যাট। কিন্তু শহরের এই ব্যস্ত এলাকায় আবর্জনা জমছে ক্রমাগত৷ নেই ডাস্টবিনের ব্যবস্থাও। শহরের প্রাণকেন্দ্রে এইরূপ অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে প্রশাসন ও পৌরসভার প্রতি এলাকার মানুষজনের ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। অবিলম্বে এলাকায় সাফাই, ডাস্টবিনের দাবি জানাচ্ছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ