Medinipur : শহরের ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযান পুরসভার! “মাল তুলে নিয়ে যাবো”, হুঁশিয়ারি পৌরপ্রধানের

Medinipur : শহরের ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযান পুরসভার! "মাল তুলে নিয়ে যাবো", হুঁশিয়ারি পৌরপ্রধানের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুর শহরের (Medinipur) কলেজ স্কোয়ারে ফুটপাতের (Footpath Stall) উপর থাকা বেআইনি ফাস্ট ফুডের দোকানে বিদ্যুৎপৃষ্ট হয়ে কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে বিতর্কের আঁচ মেদিনীপুর জুড়ে৷ তারই মাঝে সক্রিয় পুরসভা (Medinipur Municipality)৷ পুরসভার কর্মীদের নিয়ে শনিবার দুপুরে ফুটপাতের বেআইনি দোকান উচ্ছেদ অভিযানে নামলেন স্বয়ং পৌরপ্রধান (Municipality Chairman) সৌমেন খান (Soumen Khan)।

শনিবার দুপুরে মেদিনীপুর শহরের ফুটপাতে বেআইনি দখল ও দোকান উচ্ছেদে নামেন পৌরকর্মীরা। পুলিশ ছাড়াও সঙ্গে ছিলেন স্বয়ং পৌরপ্রধান সৌমেন খান৷ রাস্তা থেকে দখল হটাতে তিনি নিজেই হাত লাগান পৌরকর্মীদের সঙ্গে৷ তিনি ফুটপাতের বেআইনি দোকানগুলিকে হুঁশিয়ারি দেন, “আজকে বলে গেলাম। কাল থেকে আমরা মাল তুলে নিয়ে যাবো।” বেআইনি দোকানদারদের উদ্দেশ্যে পুরপ্রধানের ক্রুদ্ধ মন্তব্য, “আপনাদের জন্য পুরসভা গালাগালি খাবে!”

আরও পড়ুন:  Salboni : শালবনী পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ নির্বাচন সম্পূর্ণ

সংবাদমাধ্যমকে তিনি বলেন, “সাধারণ মানুষ পৌরসভাকে গালাগালি করছেন। পুরসভা যেভাবে চেষ্টা করছে সে বিষয়ে ফুটপাত ব্যবসায়ীদের কোনও চিন্তাভাবনা নেই!” তিনি বলেন, “যাঁরা ফুটপাতে ব্যবসা করছেন তাঁদের আমরা অনুরোধ করে গেলাম, তাঁরা যেন ছোট করে ব্যবসা করেন। যেখানে দোকান সেখানে তাঁকে ব্যবসা করতে হবে৷ কোনভাবেই রাস্তায় যেন না আসেন। রাস্তা জুড়ে ব্যবসা করা চলবে না!”

আরও পড়ুন:  Medinipur Sourav Ganguly : মেদিনীপুরে ইস্পাত কারখানা সৌরভের, স্পেনের সম্মেলনে ঘোষণা

প্রসঙ্গত উল্লেখ্য, ফুটপাতের দোকানে বিদ্যুৎপৃষ্ট হয়ে কর্মীর মৃত্যুর পর থেকেই সাধারণ মানুষ ও প্রশাসন উভয়ের সমালোচনার মুখে পড়েছে পৌরসভা৷ প্রশাসনিক বৈঠক করে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকপুলিশ সুপার জেলাশহরের ফুটপাতে বেআইনি দোকান নিয়ে পদক্ষেপ নিয়ে পৌরসভাকে নির্দেশ দিয়েছেন। বেআইনি বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য বিদ্যুৎ দফতরকেও নির্দেশ দেওয়া হয়েছে৷

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ