Medinipur : রাজ্যে উজ্জ্বল মেদিনীপুর ও গোপ কলেজ, দেশের সেরার তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়

Medinipur : রাজ্যে উজ্জ্বল মেদিনীপুর ও গোপ কলেজ, দেশের সেরার তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়

কেন্দ্রের তরফে সদ্য প্রকাশিত হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক তথা এনআইআরএফ ২০২৩। বিভিন্ন বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানগুলির র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। তাতেই নিজেদের পূর্বতন র‍্যাঙ্কিং-এর উন্নতি ঘটিয়ে রাজ্যে উজ্জ্বল মেদিনীপুর কলেজ এবং রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়। দেশের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে যাদবপুর। ইঞ্জিনিয়ারিং বিভাগে সপ্তম স্থানে আইআইটি খড়গপুর।

আরও পড়ুন:  Medinipur Yoga : যোগ উদযাপন চন্দ্রকোনারোডে, উদ্যোগে সিআরপিএফ মহিলা ব্যাটেলিয়ন

প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী দেশের কলেজগুলির মধ্যে ৬৪তম তথা রাজ্যে পঞ্চম স্থানে রয়েছে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়। গত বছরের তুলনায় এগিয়েছে ১০ ধাপ। উন্নতি করেছে মেদিনীপুর কলেজও। দেশে মেদিনীপুর কলেজের স্থান ৭৩তম, যা বিগত বছরে ছিল ৯৭তম। জেলার দুই কলেজের ভালো ফলে স্বভাবতই খুশি জেলার শিক্ষামহল।

আরও পড়ুন:  Medinipur Yoga : যোগ উদযাপন চন্দ্রকোনারোডে, উদ্যোগে সিআরপিএফ মহিলা ব্যাটেলিয়ন

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ