BRAKING NEWS

Medinipur Local Train : রক্ষা পেলেন ট্রেন যাত্রীরা, লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল

কপাল জোরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ট্রেনযাত্রীরা। খড়গপুরের আগে গিরি ময়দান স্টেশনে লাইনচ্যুত ৩৮৮১৪ মেদিনীপুর-হাওড়া ( Medinipur Local ) ডাউন লোকালের একটি কামরার দুটি চাকা। প্রাথমিক ভাবে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও সকলেই সুরক্ষিত আছেন।

জানা গিয়েছে, শনিবার সকাল ১১ টা ৩৭ নাগাদ ডাউন মেদিনীপুর-হাওড়া লোকাল খড়গপুর ডিভিশনের মেদিনীপুর ও খড়গপুর স্টেশনের মাঝে গিরি ময়দান স্টেশন ছেড়ে খড়গপুরের দিকে যাওয়ার সময় হঠাৎ ট্রেনের যাত্রীরা ঝাকুনি অনুভব করেন। চালক থামিয়ে দেন ট্রেন।

Medinipur :নিঃশব্দে জেল-মুক্ত নেতাই কাণ্ডে অভিযুক্ত অনুজ পাণ্ডে

আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে দেখেন লোকাল ট্রেনটির একটি কামরার দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। যাত্রীদের বক্তব্য, ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার সময় গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি।