পৌরভোটে নির্দল হিসেবে মনোনয়ন, খড়গপুর ও মেদিনীপুরে ৫ বিজেপি কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের নোটিস

পৌরভোটে নির্দল হিসেবে মনোনয়ন, খড়গপুর ও মেদিনীপুরে ৫ বিজেপি কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের নোটিস

আসন্ন পুরভোটে বিজেপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ৫ জন কর্মী। তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে ৭২ ঘন্টার মধ্যে কারন দর্শানোর নোটিস আনা হয়েছে বিজেপি পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে।

খড়গপুরের বিজয়া লক্ষ্মী, চন্দনা সরকার এবং মেদিনীপুরের সুমিত বেরা, দেবব্রত চক্রবর্তী ও কাবেরী মন্ডল পুরভোটে নির্দল হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। ভারতীয় জনতা পার্টির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি শীর্ষক, জেলা সভাপতি তাপস মিশ্রর স্বাক্ষরিত নোটিসে প্রায় একই বয়ানের পৃথক ভাবে দাবি করা হয়েছে উল্লিখিত ব্যক্তিরা পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন:  এবিটিএ-এর জেলা সম্মেলন সামনেই, জোরকদমে চলছে প্রচার ও প্রস্তুতি

অভিযোগ করা হয়েছে, দলীয় নেতৃত্ব বারংবার অনুরোধ ও নির্দেশ দেওয়া সত্ত্বেও তাঁরা মনোনয়ন প্রত্যাহার করেননি। দল কেন তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ের ব্যবস্থা নেবে না, তা লিখিত ভাবে ৭২ ঘন্টার মধ্যে জানাতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ