Kharagpur: এবার টাটার সঙ্গে মমতা! টাটা মেটালিকসের দ্বিতীয় কারখানার উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Kharagpur: এবার টাটার সঙ্গে মমতা! টাটা মেটালিকসের দ্বিতীয় কারখানার উদ্বোধন মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার খড়গপুরে টাটা মেটালিকসের দ্বিতীয় কারখানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনিয়োগ হয়েছে ৬০০ কোটির বেশি টাকা। হবে বিপুল কর্মসংস্থান, আশ্বাস মুখ্যমন্ত্রীর।

পশ্চিমবঙ্গ ক্যাবিনেটের তরফে ২০১৯ সালে টাটা মেটালিকসের দ্বিতীয় কারখানার জন্য জমি অনুমোদন করা হয়৷ তারপর শুরু হয় কাজ। বৃহস্পতিবার সেই কারখানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। কারখানায় টাটা মেটালিকস ডাকটাইল আয়রন পাইপ তৈরি করবে। ৩৫০০ এর বেশি মানুষের কর্মসংস্থান হবে।তার মধ্যে ৫০০- ১০০০ স্থানীয় মানুষের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে। খড়গপুরে টাটা হিতাচির দেশের সর্ববৃহৎ কারখানাটি রয়েছে। এবার নতুন কারখানা হওয়ার পর টাটা গ্রুপের অন্যতম প্রধান ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠতে চলেছে খড়গপুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ