Gopiballavpur: পরীক্ষা হবে নির্মাণ সামগ্রীর গুনগত মান, সারিয়া পঞ্চায়েতে উদ্বোধন মেটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরির

Gopiballavpur: পরীক্ষা হবে নির্মাণ সামগ্রীর গুনগত মান, সারিয়া পঞ্চায়েতে উদ্বোধন মেটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরির

১৫ ই সেপ্টেম্বর প্রখ্যাত ইঞ্জিনিয়ার এম বিশ্বেশ্বরায়ার জন্মদিন উপলক্ষে জাতীয় ইঞ্জিনিয়ার দিবসের দিনে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের মধ্যে প্রথম নির্মাণ সামগ্রী টেস্টিং ল্যাবরেটরির উদ্বোধন করল ব্লকের সারিয়া ৪ নম্বর গ্রাম পঞ্চায়েত। এদিন সারিয়া গ্রাম পঞ্চায়েত ভবনের একটি ঘরে সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরির উদ্বোধন করেন ঝাড়গ্ৰাম জেলার ডিসি আইএসজিপি সোমা চ্যাটার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিসিডব্লিউ অফিসার প্রসেনজিৎ পাল, গ্রাম পঞ্চায়েত প্রধান সুচিত্রা নায়েক দাস সহ ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের সিভিল ইঞ্জিনিয়াররা।

আরও পড়ুন:  Jhargram: “তৃণমূলের ডিএনএ-তে গন্ডগোল, ডিএনএ অসম্মানের”, আক্রমণ সুকান্ত মজুমদারের

জানা গেছে, সারিয়া গ্রাম পঞ্চায়েত সহ গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিভিন্ন সরকারি প্রকল্পের নির্মাণ কাজে ব্যবহৃত সিমেন্ট, বালি, পাথর এবং মাটির গুনগত মান পরীক্ষা করবে সারিয়া গ্রাম পঞ্চায়েতের এই সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরি। নির্মাণ সামগ্রীর গুনগত মান পরীক্ষার পর ওই ল্যাবরেটরি থেকে একটি সার্টিফিকেট দেওয়া হবে। যার ফলে আগামী দিনে সরকারি নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রীর গুনগুন মান নিয়ে আর কোন অভিযোগ উঠবে না বলে আশা করছে গ্রাম পঞ্চায়েত কতৃপক্ষ। পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে জানা গেছে এলাকার কোন বেসরকারি সংস্থা বা ব্যক্তি ব্যক্তিগত নির্মাণ কার্যের সামগ্রীর গুনগুন যাচাই করতে পারবেন নির্দিষ্ট মূল্যের বিনিময়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ