প্রকৃতিপাঠের পাঠশালায় মেদিনীপুরের কচিকাঁচারা, নিজেরাই তৈরি করলো ভেষজ আবির

প্রকৃতিপাঠের পাঠশালায় মেদিনীপুরের কচিকাঁচারা, নিজেরাই তৈরি করলো ভেষজ আবির

ভেষজ আবির তৈরির কর্মশালা হল মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ে।দোল উৎসবের আগে শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে কচিকাঁচারা নিজেদের হাতে আবির তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে। ফুল ও শাক সবজির রস, এরারুট ও কর্ণ ফ্লাওয়ার এর সঙ্গে মিশিয়ে এই আবির তৈরি করেছে।

আরও পড়ুন:  রক্তাক্ত কেশপুর! তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজি, উড়লো তৃণমূল কর্মীর হাত

কচিকাঁচাদের মধ্যে শিল্পা হেমরম, গনেশ মান্ডী বলে, যে তারা এই আবির নিজের হাতে তৈরি করতে পেরে খুব খুশি। এই আবির নিয়ে তারা বসন্ত উৎসবে মেতে উঠবে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্র বলেন, এই কর্মশালার মাধ্যমে শিশুদের প্রকৃতি পাঠ দেওয়া সম্ভব হয়েছে এবং তারা জেনেছে গাছ কতটা উপকারী। বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা মামনি বেসরা বলেন, এর মাধ্যমে কচিকাঁচাদের মধ্যে গড়ে উঠবে সৃজনশীল মানসিকতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ