Partha Chatterjee: হাসপাতালে পার্থ, এসএসকেএমের আইসিসিইউতে ভর্তি

Partha Chatterjee: হাসপাতালে পার্থ, এসএসকেএমের আইসিসিইউতে ভর্তি

শনিবার রাতে এসএসকেএম হাসপাতালের ইনস্টিটিউট অব কার্ডিওভাস্কুলার সায়েন্সেস এর ইন্টেনসিভ করোনারি কেয়ার ইউনিটে ভর্তি হলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাত প্রায় সাড়ে সাতটার পরে হুইল চেয়ারে তাঁকে হাসপাতালের কার্ডিয়ো ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার থেকে ২৭ ঘন্টার ম্যারাথন জেরার পর শনিবার সকাল ১০ টা নাগাদ ইডি গ্রেপ্তার করে পার্থ চট্টোপাধ্যায়কে। এরপরে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। বিকেলে তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হলে দু’দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার প্রসঙ্গ উত্থাপন করে এসএসকেএমে নিয়ে যাওয়ার জন্য সওয়াল করেন মন্ত্রীর আইনজীবীরা। ইডির তরফে আলিপুর কমান্ড হাসপাতাল বা জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার আবেদন করা হয়। কিন্তু আদালতের নির্দেশে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। তারপরেই সেখানে ভর্তি হন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ