লক্ষ্মী পুজোর দিন নারীশক্তির জাগরণে কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মী পুজোর দিন নারীশক্তির জাগরণে কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী

আমরা সকলেই জানি সাহিত্য-সংস্কৃতি চর্চা মুখ্যমন্ত্রীর দৈনন্দিন জীবনেরই অঙ্গ। এর আগেও একাধিক কবিতা ও গান লিখেছেন তিনি। ছবিও আঁকেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী। ‘কবিতাবিতান’ নামে তাঁর একটি বইও আছে। একাধিক কোন নিজের কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কোজাগরী লক্ষ্মী পুজার দিন লিখলেন এক কবিতা।

পায়ের সমস্যা নিয়ে দুর্গাপুজোর আগে থেকে দীর্ঘ সময় বিশ্রামে কাটাচ্ছেন, লক্ষ্মীপুজোতেও ঘরবন্দি প্রায়। বিশ্রামে থাকাকালীনই তিনি লিখে ফেললেন দীর্ঘ কবিতা ‘আমার লক্ষ্মী’। বঙ্গের নারীশক্তিকে কুর্নিশ জানিয়ে তাঁর এই কবিতা। প্রতি ছত্রে ছত্রে বাংলার নারীদের নানা ভূমিকার কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবিতার শুরু ”আমার লক্ষ্মী আজকের দিনে সবারে করে আহ্বান/ আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনের জয়গান।”

আরও পড়ুন:  Mamata Banerjee : ইডিকে হুঁশিয়ারি মমতার! “জ্যোতিপ্রিয়ের অনেক সুগার, মারা গেলে এফআইআর!”

২৪ লাইনের এই কবিতায় মুখ্যমন্ত্রী গ্রামবাংলার কন্যাদের কৃতিত্ব, তাঁদের সাফল্য তুলে ধরেছেন। নারীরা যে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতীর সে কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এককথায় নারীশক্তির কথা তাঁর এই কবিতার মধ্য দিয়েই তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপন্নতা, সংকট, আনন্দ সমস্ত পরিস্থিতিতে কলম ধরেছেন তিনি। এবার আমার লক্ষ্মী।

চলুন পড়ে নেওয়া যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা:

আমার লক্ষ্মী

আমার লক্ষ্মী আজকের দিনে সবারে করে আহ্বান,
আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনের জয়গান।।
আমার লক্ষ্মী গ্রাম-গঞ্জে মাটির ঘরে আলো,
আমার লক্ষ্মী মুড়ি-পেঁয়াজে শাস্তির দূত ভালো।।
আমার লক্ষ্মী বিদ্যালয়ে গায় সরস্বতীর সুর,
আমার লক্ষ্মী গান-বাজনায় জয় করে দূর-সুদূর।।
আমার লক্ষ্মী চন্দ্র-সূর্য মলিন শাড়ির বাহারে,
আমার লক্ষ্মীর গায়ে মাটির ধুলো দেখলে মনে হয় – ‘আহারে’! –
আমার লক্ষ্মী প্রতিবাদ জানায়, কন্ঠে তার আগুন,
আমার লক্ষ্মী দেশ জয় করে, সবারে বলে – জাগুন।।
আমার লক্ষ্মী দেশ-বিদেশ, দুর্গমকে করে জয়,
আমার লক্ষ্মী প্লেনও চালায়, নির্ভয়-দুর্জয়।।
আমার লক্ষ্মীকে করি কুর্নিশ, অন্ধকারেও সে জোছনা,
আমার লক্ষ্মী সবার ঘরে, বিভেদ-বৈষম্য মানে না।।
আমার লক্ষ্মী – লক্ষ্মীর ভান্ডার সবারে দেন সুমতি,
আমার লক্ষ্মী – লক্ষ্মী মায়ের সর্বত্র অবাধ গতি।।
আমার লক্ষ্মী ঘরে ঘরে জ্বেলেছেন আলো,
আমার লক্ষ্মীরা ভালো থাকুক, হোক বিশ্ববাংলার ভালো।।
আমার লক্ষ্মী মা-মাটি-মানুষ, ভয়কে করেনা ভয়,
ওরা দুর্জয়, ওরা দুর্গম, ওরা দুরন্তর বরাভয়।।
আমার লক্ষ্মী ডানা মেলে কখনো হয় পক্ষী,
ওরাই মোদের পাহারাদার, ওরাই মোদের রক্ষী।।
আমার লক্ষ্মী চন্দ্র সূর্য, আকাশে জ্বলে তারা,
আমার লক্ষ্মী ধন্য ধান্যে, নবান্নে দিয়ে ভরা।।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ