Special Train : পুজোয় সুখবর! জঙ্গলমহলের জন্য স্পেশাল পুরুলিয়া ট্রেন

Special Train : পুজোয় সুখবর! জঙ্গলমহলের জন্য স্পেশাল পুরুলিয়া ট্রেন

পুজোর আগে সুখবর জঙ্গলমহলের রেলযাত্রীদের জন্য। পুজোয় দিনগুলি সাঁতরাগাছি থেকে স্পেশাল পুরুলিয়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। সেই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।

আগামী ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর সাঁতরাগাছি ও পুরুলিয়ার মধ্যে স্পেশাল ট্রেন চলবে। ০৮০২৭ সাঁতরাগাছি-পুরুলিয়া স্পেশাল রাত ১ টায় সাঁতরাগাছি থেকে ছেড়ে সকাল ০৭:৩০ মিনিটে পুরুলিয়া পৌঁছাবে।
০৮০২৮ পুরুলিয়া-সাঁতরাগাছি স্পেশাল সকাল ১০:৪০ মিনিটে পুরুলিয়া থেকে ছেড়ে বিকাল ০৪:২৫ মিনিটে সাঁতরাগাছি পৌঁছাবে।

ট্রেনদুটিতে ১টি এসি ৩ টায়ার, ১০টি স্লিপার, ১টি এসি চেয়ারকার, দুটি জেনারেল চেয়ারকার, ২টি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে। স্টপেজ দেবে খড়গপুর, মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, আদ্রা এবং আনাড়া স্টেশনে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ