খোদ খাদ্য দফতরকে চোর তকমা! রেশন ডিলারদের দাবিতে চাঞ্চল্য

খোদ খাদ্য দফতরকে চোর তকমা! রেশন ডিলারদের দাবিতে চাঞ্চল্য

মঙ্গলবার একাধিক দাবিতে রাজ্য সরকারের কাছে ডেপুটেশন জমা দিলেন রেশন ডিলার অ্যাসোসিয়েশনের সদস্যরা। সেই সঙ্গে অ্যাসোসিয়েশনের সভাপতির দাবি ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রকারান্তরে খোদ রাজ্য সরকারের খাদ্য দফতরকে ‘চোর’ বলে দাবি করেছেন।

বনগাঁ খাদ্য দফতরে মহকুমা আধিকারিকের কাছে মঙ্গলবার ১৪ দফা দাবি সম্বলিত ডেপুটেশনে পেশ করেন ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের বনগাঁ শাখার সদস্যরা। ঐ শাখার সভাপতি দিলীপ রায়চৌধুরী সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন, “আগে আমরা চুরি করতাম, চুরির ভাগ দিতাম খাদ্য দফতরকে। কিন্তু এখন আমরা আর চুরি করি না। রাজ্য সরকার চুরি করে।” তিনি আরও দাবি করেছেন, রেশন কার্ড থাকা সত্ত্বেও বায়োমেট্রিক লাল হয়ে থাকছে। সেই খাদ্য সামগ্রীর গন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ