মন্ত্রীর বাড়িতে আগুন বিক্ষুব্ধ জনতার, উত্তপ্ত অন্ধ্রপ্রদেশ

মন্ত্রীর বাড়িতে আগুন বিক্ষুব্ধ জনতার, উত্তপ্ত অন্ধ্রপ্রদেশ

বিতর্কের সূত্রপাত নতুন জেলার নামকরণ নিয়ে, উত্তপ্ত হয়ে উঠলো অন্ধ্রপ্রদেশ। বিক্ষুব্ধ জনতা আগুন লাগলো অন্ধ্রের পরিবহণ মন্ত্রীর পিনিপি বিশ্বরুপুর বাড়িতে। মন্ত্রী ও তাঁর পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হলেও তাঁকে রক্ষা করতে গিয়ে গুরুতর জখম হয়েছেন ২০ জন পুলিশকর্মী।

সম্প্রতি অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলা ভেঙে তৈরি হয়েছে কোনাসীমা জেলা। কোনাসীমার নাম বিআর আম্বেদকর কোনাসীমা হিসেবে ঘোষিত হয় নতুন জেলার নামকরণ নিয়ে বিতর্ক ও বিক্ষোভের সৃষ্টি হয়। জেলার সদর অমলাপুরমের বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের পরিবহণ মন্ত্রীর নাম পিনিপি বিশ্বরুপুর বাড়িতে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয়। আগুন লাগিয়ে দেওয়া হয় অমলাপুরমে শাসক দলের এক বিধায়ক পোন্নাডা সতীশের বাড়িতেও। অন্ধ্রের স্বরাষ্ট্রসচিব ঘটনার নিন্দা করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ