HS Purulia : উচ্চ মাধ্যমিকে দশম রিয়াঙ্কা মাহাতো, রাজ্যের শিক্ষা মানচিত্রে উজ্জ্বল পুরুলিয়া

HS Purulia : উচ্চ মাধ্যমিকে দশম রিয়াঙ্কা মাহাতো, রাজ্যের শিক্ষা মানচিত্রে উজ্জ্বল পুরুলিয়া

শুক্রবার রাজ্যে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। সারা রাজ্যে প্রথম দশের মেধাতালিকায় স্থান পেয়েছেন মোট ২৭২ জন। সেই তালিকায় নাম তুলেছেন পুরুলিয়ার নপাড়া হাইস্কুলের ছাত্রী রিয়াঙ্কা মাহাতো। ৪৮৯ নম্বর পেয়ে দশম হয়েছেন তিনি।

মেধাতালিকায় অনেকে স্থান পেলেও রিয়াঙ্কা মাহাতো একটু অন্য কারনে আলাদা। তার অন্যতম কারণ জেলার নাম পুরুলিয়া। প্রত্যন্ত পুরুলিয়া থেকে নিজেকে তুলে ধরাই রিয়াঙ্কার অন্যতম সাফল্য। নম্বরের বিচারে জেলায় দ্বিতীয় তিনি। ব্যতিক্রম আছে অন্য জায়গাতেও। সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা যখন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছেন, রিয়াঙ্কা নিজের নার্সিং পাঠরতা দিদিকে আদর্শ করে সেবিকার ব্রত গ্রহণ করতে চায়।

রিয়াঙ্কার বাবা সুনীলচন্দ্র মাহাতো পেশায় শিক্ষক। মা কবিতা মাহাতো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি। দিদি নার্সিং পড়ুয়া। তাঁদের অনুপ্রেরণাতেই সাফল্যের জোয়ারে গা না ভাসিয়ে রিয়াঙ্কা পেশাকে ও সাফল্যকে মাপতে চান সেবার ব্রতকে সঙ্গী করে। তাঁর সাফল্য ও দৃষ্টিভঙ্গি পরবর্তীতে জেলার অনেক ছাত্রীকে উৎসাহিত করবে এমনটাই মত শিক্ষকদের।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ